Hero Electric Eddy: ইলেকট্রিক গাড়ির ডিমান্ড যে হারে বাড়ছে, তা দেখে Hero Motocorp তাদের প্রায় প্রতিটি সেগমেন্টে নতুন ইলেকট্রিক টু+হুইলার লঞ্চ করা শুরু করেছে। এই সব ইলেকট্রিক টু-হুইলারের মধ্যে থেকে অন্যতম হলো Hero Electric Eddy। এই মডেলটি দুর্দান্ত রেঞ্জের কারণে বিখ্যাত। এছাড়া এর দাম খুব একটা বেশি নয়। আপনিও যদি নতুন ইলেকট্রিক স্কুটার কেনার প্ল্যান করে থাকেন, তবে এই মডেল সম্পর্কে জেনে রাখতে পারেন।
কী কী ফিচার রয়েছে Hero Electric Eddy স্কুটারে? কত দাম এই মডেলের? কতক্ষণে চার্জ হয় এই ইলেকট্রিক স্কুটার? এই ধরনের সব প্রশ্নের উত্তর রয়েছে আজকের প্রতিবেদনে।
Hero Electric Eddy: ব্যাটারি
সবার প্রথমেই আমরা এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্যাকের সম্পর্কে কথা বলব। এতে রয়েছে 51.2 ভোল্টের 30 Ah ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি প্যাক। এছাড়া এতে BLDC টেকনোলজির 250 ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে। Hero Electric Eddy-র ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় নেয়। এছাড়া শক্তিশালী মোটরের সাহায্যে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে ছুটতে পারে এই ইলেকট্রিক স্কুটার। এর ব্যাটারি প্যাক সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 85 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।
Hero Electric Eddy বাইকের ফিচার্স
এই ইলেকট্রিক স্কুটার ফিচারের কথা বলতে গেলে, এতে বেশকিছু নতুন এডভান্স টেকনোলজি যুক্ত ফিচারের ব্যবহার করা হয়েছে। Hero Electric Eddy-তে আপনারা ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার ও ডিজিটাল ট্যাকোমিটারের সুবিধা পেয়ে যাবেন। এর পাশাপাশি এতে রয়েছে USB চার্জিং -এর সাপোর্ট। এই ইলেকট্রিক স্কুটারে LED টেইল লাইট, LED হেডলাইট, ক্লক, রিভার্স মোড, ক্রুজ কন্ট্রোল সিস্টেম ইত্যাদি রয়েছে।
Hero Electric Eddy বাইকের দাম
ভারতীয় বাজারে এই ইলেকট্রিক স্কুটার-এর এক্স শোরুম মূল্য 72 হাজার টাকা থেকে 75 হাজার টাকার মধ্যে।