Bike Loan

Hero Electric Duet E Scooter: মধ্যবিত্তের নাগালের মধ্যেই এবার হিরোর নতুন স্কুটার, ফুল চার্জে দেবে 250 কিমি রেঞ্জ

এখন বিভিন্ন ধরনের ইলেকট্রিক স্কুটার আপনারা দেখতে পাবেন। অনেকের হয়তো নতুন ইলেকট্রিক স্কুটার কেনার শখ হয়েছে, কিন্তু বাজেটের কারণে চিনতে পারছে না। মধ্যবিত্ত মানুষের বাজেটের মধ্যে Hero আনতে চলেছে নতুন ইলেকট্রিক স্কুটার। 250 কিলোমিটার রেঞ্জ দেবে এটি! কত দাম এই ইলেকট্রিক স্কুটারের? জেনে নিন আজকের প্রতিবেদনে।

Hero সাধারণত টু-হুইলার নির্মাণ করে থাকে। এই কোম্পানির মডেল সমগ্র ভারতে বিখ্যাত। বিভিন্ন বাজেটের স্কুটার থেকে বাইক সব বিক্রি করে থাকে Hero। এবার দুর্দান্ত কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে এই কোম্পানি। আসলে ডিজেল আর পেট্রোলের উর্ধ্বমুখী দামের কারণে বহু মানুষ স্কুটার এর ব্যবহার করতে পারছেন না। ইলেকট্রিক স্কুটার কিনলে সেই ঝক্কি পোহাতে হবে না ব্যবহারকারীকে। একবার চার্জ দিলেই 250 কিলোমিটার পথ যাবে এই মডেলটি!

আজকের প্রতিবেদনে আমরা কথা বলছি Hero-র নতুন ইলেকট্রিক স্কুটার Duet E এর সম্পর্কে। এতে আপনারা দুর্দান্ত গতিবেগ পেয়ে যাবেন। মাত্র একবার চার্জ দিলেই 250 কিলোমিটারের বেশি পথ যেতে পারবেন।

Hero Electric Duet E Scooter-এর ফিচারস

এই ইলেকট্রিক স্কুটারের দাম কম হলেও, ফিচারের দিক থেকে কোন কমতি নেই। এতে আপনারা ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল অডোমিটার, ডিজিটাল ট্রিপমিটারের মতো ফিচার পেয়ে যাবেন। এছাড়া এতে টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে। এতে আপনারা একাধিক ফাংশন পেয়ে যাবেন। আর সাথে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার।

Hero Electric Duet E Scooter এর ব্যাটারি ও মোটর

যেকোনো ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি আর মোটর শক্তিশালী হওয়া খুব দরকার। এই ইলেকট্রিক স্কুটারে আধুনিক টেকনোলজির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এছাড়া রয়েছে 250 ওয়াটের BLDC হাব মোটর। মাত্র 10 সেকেন্ডে 50 কিলোমিটার পর্যন্ত বেক তুলতে পারে এই মডেল। আর সম্পূর্ণ চার্জে Hero Electric Duet E Scooter 256 কিলোমিটার পথ যেতে পারে।

Hero Electric Duet E Scooter এর দাম

Hero এই ইলেকট্রিক স্কুটারটিকে 52 হাজার টাকায় লঞ্চ করেছে। এটি আপনারা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অথবা শোরুম থেকে কিনতে পারবেন।