Bike Loan

Hero Electric AE-47: হিরোর নতুন চমক, বাজারে আসতেই হইচই! চেহারায় মুগ্ধ রাইডাররা, এক চার্জেই ছুটবে 160 কিমি

Aindrila Dhani

Published on:

hero-electric-ae-47-bike

Hero Electric AE-47: ভারতীয় বাজারে পেট্রোলের উর্ধ্বমুখী দামের কারণে বেশিরভাগ মানুষ ইলেকট্রিক যানবাহনের দিকে ঝুঁকে পড়েছে। এই কারণে ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে ইলেকট্রিক স্কুটার আর ইলেকট্রিক মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিংয়ের পরিমাণ অনেকটা বেড়ে গেছে। এবার দিগ্গজ টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিরো মোটরস্ তাদের ইলেকট্রিক মোটরসাইকেল Hero Electric AE-47 লঞ্চ করতে চলেছে।

আপনাদের জানিয়ে রাখি, হিরো মোটরসের এই আসন্ন ইলেকট্রিক মোটরসাইকেল সিঙ্গেল চার্জে 160 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এছাড়া এই মডেলে আপনারা এডভান্স ফিচারের সুবিধা পেয়ে যাবেন। তবে দামের দিক থেকেই অনেকটাই কম খরচ হবে আপনাদের।

   

Hero Electric AE-47: ফিচার্স

ফিচারের কথা বলতে গেলে, Hero Electric AE-47-এ বেশ কিছু এডভান্স ফিচার পেয়ে যাবেন। এতে ডিস্ক ব্রেক, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, রিয়াল টাইম ট্র্যাকিং, জিও ফেন্সিং, মোবাইল চার্জিং পোর্ট, মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, অ্যালয় হুইল, ক্রুজার কন্ট্রোল ইত্যাদি থাকবে।

Hero Electric AE-47: ব্যাটারি

এই ইলেকট্রিক মোটরসাইকেলে 3.5 কিলোওয়াট ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের ব্যবহার করা হয়েছে। এটি কয়েক ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হতে সক্ষম। সিঙ্গেল চার্জে 160 কিলোমিটার রেঞ্জ দিতে পারে এই ইলেকট্রিক টু-হুইলার। আর যদি সর্বোচ্চ গতিবেগের কথা বলি, Hero Electric AE-47 প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 85 কিলোমিটার বেগে ছুটতে পারে।

Hero Electric AE-47: দাম

হিরো মোটরসের এই ইলেকট্রিক মোটরসাইকেল আপাতত ভারতের বাজারে লঞ্চ করা হবে না। কিন্তু কোম্পানি চেষ্টা করছে খুব শীঘ্রই এটি ভারতে নিয়ে আসার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Hero Electric AE-47-এর দাম 1 লাখ টাকা থেকে 1.50 লাখ টাকার মধ্যে হতে পারে।