Bike Loan

Hero Duet: হিরোর নতুন চোখ ধাঁধানো স্কুটার! দাম মাত্র 49 হাজার, 200 কিমি রেঞ্জ

Published on:

hero-duet-ev-scooter

Hero Duet ev scooter: দিগ্গজ টু হুইলার বাহন নির্মাতা কোম্পানি Hero Motors ভারতীয় বাজারে খুব শীঘ্রই নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই ইলেকট্রিক স্কুটারের নাম দিয়েছে Hero Duet। এতে আপনারা 200 কিলোমিটারের রেঞ্জ পেয়ে যাবেন। এই ইলেকট্রিক স্কুটারের দামও কিন্তু খুব বেশি নয়।

   

আপনারা জানলে হয়তো অবাক হয়ে যাবেন, আসন্ন নতুন ইলেকট্রিক স্কুটারটি Hero Motors -এর সবথেকে সস্তা মডেল। কত দাম এই ইলেকট্রিক স্কুটারের? কী কী ফিচার্স রয়েছে এতে? জেনে নিন আজকের প্রতিবেদনে।

আপনাদের জানিয়ে রাখি, 2020 সালে Hero Duet স্কুটার পেট্রোল ভেরিয়েন্টে ম্যানুফ্যাকচার করা হতো। উক্ত সেগমেন্টের সব থেকে সস্তা মডেল ছিল এই স্কুটারটি। এবার কোম্পানি এই স্কুটারকে ইলেকট্রিক ভেরিয়েন্টে লঞ্চ করতে চলেছে। যদিও কোম্পানির তরফ থেকে এই ইলেকট্রিক স্কুটারটির লঞ্চের তারিখ সম্বন্ধে কোনও তথ্য সামনে আনা হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী, Hero Duet ইলেকট্রিক স্কুটার চলতি বছরেই লঞ্চ হতে পারে।

Hero Duet ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ও রেঞ্জ

Hero Motors এর সব থেকে সস্তা ইলেকট্রিক স্কুটার হল Hero Duet। এই ইলেকট্রিক স্কুটারে শক্তিশালী আর বড় ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে। যে কারণে একবার সম্পূর্ণ চার্জ হলেই এই স্কুটার 200 কিলোমিটারে বেশি রেঞ্জ দিতে পারবে। অন্যান্য ইলেকট্রিক স্কুটারকে টক্কর দেবে Hero Duet। বড় ব্যাটারির পাশাপাশি এই ইলেকট্রিক স্কুটারে BLDC টেকনোলজির অ্যাডভান্স মোটর যুক্ত করা হবে। এই মোটরের সাহায্যে ইলেকট্রিক স্কুটারটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার থেকে 90 কিলোমিটার বেগে ছুটতে পারবে।

Hero Duet ইলেকট্রিক স্কুটারের আধুনিক ফিচার্স

শক্তিশালী ব্যাটারি প্যাক আর অ্যাডভান্স মোটরের পাশাপাশি Hero Duet ইলেকট্রিক স্কুটারে আধুনিক ফিচার্স পেয়ে যাবেন আপনারা। এতে ব্লুটুথ কানেক্টিভিটি, ফাস্ট চার্জিং সাপোর্ট, ডিস্ক ব্রেক, USB চার্জিং সাপোর্ট, LED হেড লাইট সহ একাধিক রাইডিং মোড পেয়ে যাবেন।

Hero Duet ইলেকট্রিক স্কুটারের দাম

এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম মূল্য 49 হাজার 999 টাকা।