Bike Loan

Hero Cruiser 350: মারকাটারি লুকে ফিদা রাইডাররা! টক্কর দেবে বিদেশী বাইকেও, পাশ দিয়ে গেলে তাকাতে বাধ্য

Aindrila Dhani

Published on:

hero-cruiser-350-bike

Hero Cruiser 350 : আজ আমরা আপনাদের বুলেটের যমজ ভাইয়ের সম্পর্কে বলব। তবে এটি কিন্তু রয়েল এনফিল্ড লঞ্চ করেনি। বরং বাজারে এনেছে হিরো। দেখলে বিশ্বাসই করবেন না এটি আসলে বুলেট নয়। অনেকটাই বুলেটের মতো দেখতে বাজারে এনেছে এই কোম্পানি।

তবে শুধুমাত্র লুকের দিক থেকে নয় পাশাপাশি শক্তির দিক থেকেও বুলেটকে টক্কর দিতে পারবে হিরোর নতুন মডেল- Hero Cruiser 350‌। সম্প্রতি এটি ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। এতে 350সিসির শক্তিশালী ইঞ্জিন ও বেশ কিছু এডভান্স ফিচারের সুবিধা আপনারা পেয়ে যাবেন। এই বাইকে নিজের স্মার্টফোন যেকোনো সময় চার্জ করতে পারবেন।

   

Hero Cruiser 350: ফিচার্স

এই বাইকে এডভান্স ফিচারের সুবিধা রয়েছে। এতে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার আর ডিজিটাল অডোমিটারের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া এই বাইকে আরামদায়ক সিটের ব্যবহার করেছে কোম্পানি‌। ফলে অনেকটা রাস্তা যেতে হলেও কোমরে ব্যথা হবে না। সাইড স্ট্যান্ড আর টপ স্পিড লিমিটের মতো ফিচার এতে রয়েছে। সুরক্ষার জন্য অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন। এই বাইকে ব্র্যান্ডেড হ্যান্ডেলবার, আকর্ষণীয় এলইডি লাইট, ইউএসবি চার্জিং সাপোর্ট আর ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে।

Hero Cruiser 350: ইঞ্জিন

এবার আমরা বাইকটির পারফরমেন্স সম্বন্ধে একটু কথা বলে নেব। হিরোর এই নতুন বাইকে 350সিসির হাইব্রিড শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 32 এনএম টর্ক উৎপাদন করতে পারে। এছাড়া ভালো মাইলেজ দেওয়ার ক্ষমতা রয়েছে এতে।

Hero Cruiser 350: দাম

এখন যদি Hero Cruiser 350-র দাম সম্পর্কে কথা বলি, হিরো মটোকর্প সব সময় বাজেট ফ্রেন্ডলি দামে বাইক লঞ্চ করার চেষ্টা করে। এবারও ভারতীয় বাজারে ঠিক তেমনই একটি মডেল হিরন নিয়ে এসেছে। যদিও এই মডেলটি এখনও লঞ্চ হয়নি। কিন্তু খুব শীঘ্রই ভারতের রাস্তায় একে দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী এই বাইকের দাম 2 লাখ টাকা থেকে শুরু হবে।