Bike Loan

Hero Classic 125: কম দামে সেরা লুক! একবার দেখলেই প্রেমে পড়ে যাবেন, রাস্তায় নামালে তাকাবে সবাই

Aindrila Dhani

Published on:

hero-classic-125-price-2024

Hero Classic 125: হিরো কোম্পানির বাইক সাধারণত আকর্ষণীয় ও মডার্ন ডিজাইন সহ বাজারে পেশ হয়। ফলে ভারতীয় মার্কেটের বেশিরভাগ স্পেশাল বাইক এই কোম্পানিরই হয়ে থাকে। আজকে আমরা স্টাইলিশ লুকের একটি বাইকের সম্বন্ধে কথা বলব। এতে আপনারা প্রয়োজনীয় ফিচার পেয়ে যাবেন। এইবার একটি নিঃসন্দেহে যুব সম্প্রদায়ের ভালো লাগবে।

এই প্রতিবেদনে আমরা কথা বলব Hero Classic 125-এর সম্পর্কে। এই বাইকের ডিজাইন ভীষণ শক্তপোক্ত। আর গ্রাহকদের এটি খুব ভালো লেগেছে। এই বাইকে কোম্পানি নতুন টেকনোলজির ব্যবহার করেছে। ফলে এই সেগমেন্টের ইউনিক মডেল এটি। আপনারা চাইলে এখন এই বাইকটি কিনতে পারেন। কারণ Hero Classic 125-এর দাম অনেকটাই কম।

   

Hero Classic 125: ফিচার্স

এই বাড়িতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন। এতে স্পিড, ফিউল লেভেল, ট্রিপ মিটার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। এছাড়া এতে এলইডি হেড লাইট ও এলইডি টেইল লাইট রয়েছে। এর পাশাপাশি টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক ও মনোশক রেয়ার সাসপেনশন যুক্ত করেছে কোম্পানি। এছাড়া এতে ইউএসবি চার্জিং পয়েন্ট, সেলফ স্টার্ট ও কিক স্টার্ট, গোলাকার হেডল্যাম্প, সম্পূর্ণ এনালগ মিটার কনসোল রয়েছে। সব মিলিয়ে Hero Classic 125-র জার্নি আপনারা দারুণ উপভোগ করবেন।

Hero Classic 125: ইঞ্জিন

এই বাইকে 125 সিসির এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 10.4 এনএম টর্ক ও 9.1 বিএইচপি শক্তি উৎপাদন করতে পারে। পারফরম্যান্স ভালো করার জন্য কোম্পানি এতে ফিউল ইনজেক্টটেড টেকনোলজির প্রয়োগ করেছে।

Hero Classic 125: দাম

এই বাইকের এক্স শোরুম দাম 75 হাজার টাকা থেকে 85 হাজার টাকার মধ্যে। এই সেগমেন্টের মধ্যে Hero Classic 125 খানিকটা কম দামেই আপনারা পেয়ে যাবেন।