Hero Classic 125 : Hero Motocorp ভারতের স্বনামধন্য টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি এবার তাদের নতুন কমিউটার বাইক Hero Classic 125। এতে ক্লাসিক স্টাইলের পাশাপাশি রয়েছে মডার্ণ ফিচার্স ও দুর্দান্ত ফুয়েল এফিসিয়েন্সি। 125cc সেগমেন্টের দারুন একটি মডেল এটি।
Hero Classic 125-এ টাইমলেস কমিউটার ডিজাইন করা হয়েছে। এতে গোলাকার LED হেডলাইট, হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর ও হ্যালোজেন টেইল লাইট রয়েছে। এছাড়া এই বাইকে হ্যালোজেন টেরালাইট সেট আপ রয়েছে। ফলে স্টাইল ও রাতের ভিজিবিলিটি দুটোই বৃদ্ধি পেয়েছে।
Hero Classic 125: ফিচার্স
এই বাইকে আপনারা প্রয়োজনীয় ফিচারের সুবিধা পেয়ে যাবেন। কোম্পানি এই মডেলে আরামদায়ক সিটের ব্যবস্থা করেছে। এতে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, বড় ফিউল ট্যাংক, টিউবলেস টায়ার, ডিস্ক ব্রেক, এলইডি হেড লাইট, ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেম আর অ্যালয় হুইলের মতো ফিচার্স। এতে ডিজিটাল মিটার কনসোল রয়েছে। এই ডিসপ্লেতে বাইকের স্পিড, ফুয়েল লেভেল, ডিজিটাল ওডোমিটার, ট্রিপ মিটার ইত্যাদি দেখার সুবিধা রয়েছে। কোম্পানি Hero Classic 125 -এ সেফ্টির দিকে সম্পূর্ণ খেয়াল রেখেছে। সেফটি ফিচার হিসেবে এতে রয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনার ডিভাইস চার্জ দেওয়ার জন্য এই বাইকে USB চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।
Hero Classic 125: শক্তিশালী ইঞ্জিন
এই বাইকে আপনারা শক্তিশালী ইঞ্জিনের সুবিধা পেয়ে যাবেন। ভালো মাইলেজ দেওয়ার পাশাপাশি দারুণ পাওয়ার জেনারেট করতে পারে এটি। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। এতে 125cc-র সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনের সাথে 3 ভালভ কনফিগারেশন রয়েছে।
Hero Classic 125: দাম
দামের কথা বলতে গেলে, এত সুযোগ সুবিধা সহ Hero Classic 125 মাত্র 80 হাজার টাকায় বাজারে উপলব্ধ।