Bike Loan

ঝা চকচকে রুপে Harley Davidson X440! দাম শুনলে আপনিও দৌড়বেন

Aindrila Dhani

Published on:

harley-davidson-x440-price-in-india

সম্প্রতি Harley Davidson X440 লঞ্চ হয়েছে। এটি ভারতের সবথেকে বাজেট ফ্রেন্ডলি Harley Davidson মডেল। 440cc সেগমেন্টে এটি লঞ্চ করা হয়েছে। এছাড়া এই বাইকে খুব শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যা বেশ ভালো শক্তি উৎপাদন করতে পারে।‌ এই বাইকে আপনারা 4 টি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। জেনে নিন বিস্তারিত।

নতুন বাইক কেনার সময় ইঞ্জিন, মাইলেজ, ফিচার্স আর দাম সম্পর্কে বিবেচনা করে নেওয়াই ভালো। সবার বাজেট সমান হয় না। আপনি যদি সস্তার মধ্যে ভালো কোয়ালিটির স্পোর্টস বাইক কেনার কথা ভেবে থাকেন, তবে Harley Davidson X440 একদম উপযুক্ত হতে পারে। এতে রয়েছে আধুনিক ফিচার্স আর শক্তিশালী ইঞ্জিন।‌ এই বাইক প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Harley Davidson X440: ইঞ্জিন

এই বাইকে 440cc-র এয়ার ও অয়েল কুল্ড, 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডারের ব্যবহার করা হয়েছে। যা 6,000 rpm-এ 28 Ps শক্তি ও 4,000 rpm-এ 38 Nm টর্ক উৎপাদন করে। Harley Davidson X440-এ ইঞ্জিনের সাথে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। এটি প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Harley Davidson X440: ফিচার্স

কোম্পানি তার এই নতুন বাইকে বেশকিছু নতুন টেকনোলজির ব্যবহার করেছে। এতে ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, কল অ্যালার্ট, দুর্দান্ত রেঞ্জ দেওয়া হয়েছে। এছাড়া Harley Davidson X440-এ LED হেডলাইট, টার্ন সিগন্যাল ল্যাম্প, USB চার্জিং পোর্ট, স্প্লিট সিট, দারুন হ্যান্ডেলবার রয়েছে।‌ পাশাপাশি সুরক্ষার জন্য দুদিকেই ডিস্ক ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি।

Harley Davidson X440: দাম

ভারতীয় বাজারে Harley Davidson X440-এর 4 টি ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। এই বাইকের এক্স শোরুম দাম 2 লাখ 39 হাজার 500 টাকা থেকে শুরু করে 3 লাখ 29 হাজার 549 টাকার মধ্যে।