Bike Loan

Harley Davidson X440: স্টাইলিশ লুকে ময়দান কাঁপাচ্ছে, তুখোড় ডিজাইন! দাম শুনলে পাক্কা ভিমড়ি খাবেন

Aindrila Dhani

Published on:

harley-davidson-x440-bike

Harley Davidson X440: সম্প্রতি Harley Davidson X440 লঞ্চ হয়েছে। এটি ভারতের সবথেকে বাজেট ফ্রেন্ডলি Harley Davidson মডেল। 440cc সেগমেন্টে এটি লঞ্চ করা হয়েছে। এছাড়া এই বাইকে খুব শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যা বেশ ভালো শক্তি উৎপাদন করতে পারে।‌ এই বাইকে আপনারা 3টি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। জেনে নিন বিস্তারিত।

আপনি কি নতুন বাইক কিনতে চাইছেন? তাহলে এই স্পোর্টস বাইকটির সম্পর্কের বিবেচনা করে দেখতে পারেন। এটি শক্তিশালী ইঞ্জিন সহ একটি ক্রুজার মডেল। 3 লাখ টাকার থেকেও কম দামে Harley Davidson X440 আপনারা পেয়ে যাবেন। এই বাইক রয়েল এনফিল্ড ক্লাসিককে টক্কর দেওয়ার জন্য যথেষ্ট।

   

Harley Davidson X440: ফিচার্স

এই বাইকটি বেশ আকর্ষণীয় দেখতে। এর সামনে একটি গোলাকার এলইডি হেডলাইট দেওয়া হয়েছে। এতে মেটাল ফেন্ডার ও 18 ইঞ্চির চাকা রয়েছে। এই বাইকের বডির বেশিরভাগ অংশে শক্তপোক্ত এলিমেন্টের ব্যবহার করা হয়েছে। এছাড়া 3.5 ইঞ্চির টিএফটি স্ক্রিন, গোলাকার পড, ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, স্মার্টফোন কানেক্টিভিটি, কল অ্যালার্ট, মিউজিক সিস্টেম, নেভিগেশন ইত্যাদি ফিচার রয়েছে। এতে ইউএসবি চার্জিং সকেট আর ডুয়েল চ্যানেল ABS দিয়েছে কোম্পানি।

Harley Davidson X440: ইঞ্জিন

কোম্পানি এই বাইকে 440cc-র এয়ার-অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, 4 স্ট্রোক ইঞ্জিনের ব্যবহার করেছে। যা 6000 rpm-এ 27 bhp শক্তি ও 4000 rpm-এ 37 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই শক্তিশালী ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। Harley Davidson X440 প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 140 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। মাইলেজের কথা বলতে গেলে, এই বাইক প্রতি লিটার পেট্রোলে 35 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।

Harley Davidson X440: সেফটি ফিচার্স

কোম্পানি এই বাইকে 43 মিলিমিটারের আপ-সাইড ডাউন ফ্রন্ট ফোর্ক ও গ্যাস চার্জড প্রিলোড অ্যাডজাস্টেবল টুইন রেয়ার শক অ্যাবজর্ভার দিয়েছে। ব্রেকিং ডিউটি সামলানোর জন্য দুই চাকাতেই সিঙ্গেল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

Harley Davidson X440: দাম

এই বাইকে 3টি ভ্যারিয়েন্ট রয়েছে। এছাড়া আপনারা চারটি রংয়ের বিকল্প পেয়ে যাবেন। এই বাইকের এক্স শোরুম দাম 2 লাখ 39 হাজার 500 টাকা থেকে শুরু হয়েছে। এর টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 2 লাখ 81 হাজার 92 টাকা।