Bike Loan

Harley Davidson Sportster S: আগুন ছুটবে রাস্তায়! Harley-র নতুন সুপার বাইক রয়েছে শক্তিশালী ইঞ্জিন

Aindrila Dhani

Published on:

harley-davidson-sportster-s-price

Harley Davidson Sportster S: Harley Davidson একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আপনি যদি এই কোম্পানির বাইক কিনতে চান তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুর্দান্ত ইঞ্জিন ও আধুনিক ফিচার সহ লঞ্চ হয়েছে Harley Davidson Sportster S। কত কিলোমিটার মাইলেজ দিতে পারে এটি? কত দাম এই মডেলের? এই ধরনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের প্রতিবেদনে।

নতুন বাইক কিনতে গেলে তার ফিচার থেকে শুরু করে ইঞ্জিন সবকিছুই ভালোভাবে জেনে নেওয়া দরকার। Harley Davidson Sportster S বাইকে শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এই বাইক প্রায় 20 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Harley Davidson Sportster S বাইকের ইঞ্জিন

এই বাইকে 1252cc-র শক্তিশালী ইঞ্জিন রয়েছে। যা 7,500 rpm -এ 122.3 Ps শক্তি ও 6,000 rpm-এ 125 Nm টর্ক উৎপাদন করে। এই মডেলে 11.6 লিটার ফুয়েল ক্যাপাসিটি রয়েছে। প্রতি লিটারে 19.6 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। এই ইঞ্জিনের সাথে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। Harley Davidson Sportster S-এর কার্ব ওয়েট 228 কেজি।

Harley Davidson Sportster S বাইকের ফিচার্স

এই বাইকে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, ক্রুজ কন্ট্রোল, USB চার্জিং সাপোর্ট, মিউজিক কন্ট্রোল, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্যাকোমিটার, হুইল লিফ্ট মিটিগেসন, কল ও SMS নোটিফিকেশনের মতো ফিচার রয়েছে। এছাড়া টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, পাস সুইচ স্লিপ কন্ট্রোল সিস্টেম, ক্লক ও ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে।

Harley Davidson Sportster S বাইকের দাম

Harley Davidson Sportster S-এর এক্স শোরুম মূল্য 15.54 লাখ টাকা।