Bike Loan

GT Force Bike: ঝড় তুলতে আসছে GT Force-র নতুন ইলেকট্রিক টু হুইলার! এক চার্জেই 130 কিমি, দাম কত পড়বে?

Gourav Mondal

Published on:

gt-force-upcoming-electric-bike

জনপ্রিয় বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারী সংস্থা GT Force সম্প্রতি তাদের নতুন একটি উন্নতমানের বৈদ্যুতিক মোটর সাইকেল (GT Force Upcoming Electric Bike) লঞ্চ করার প্রস্তুতি গ্রহণ করছে। আশা করা যাচ্ছে আগামী 1 মাসের মধ্যেই নতুন এই ইলেকট্রিক টু হুইলারটি (GT Force Bike) বাজারে আসতে চলেছে। 

তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে নির্মাণকারী সংস্থার তরফ থেকে আসন্ন ইলেকট্রিক মোটর সাইকেলটির একটি টিজার প্রকাশ করা হয়েছে। যদিও এর বিস্তারিত খুঁটিনাটি বিবরণ এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে জানা যাচ্ছে শহর এবং গ্রাম উভয় অঞ্চলের রাইডার দের জন্যই আসতে চলেছে GT Force-র এই নতুন বৈদ্যুতিক মোটর সাইকেল (GT Force Bike)।

আসন্ন বৈদ্যুতিক মোটর সাইকেল প্রসঙ্গে সংস্থার বক্তব্য

আগামী মাসে লঞ্চ হতে চলা বৈদ্যুতিক মোটর সাইকেলটি (GT Force Upcoming Electric Bike) নিয়ে কথা বলতে গিয়ে জিটি ফোর্সের সহ-প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব মুকেশ তানেজা বলেছেন “দেশে ক্রমাগত বৈদ্যুতিক মোটরসাইকেলের জনপ্রিয়তা বাড়ছে। আমরা রাইডারদের এই চাহিদা পূরণ করতে পেরে আনন্দিত। আধুনিক যাত্রীদের জন্য আমাদের নতুন বৈদ্যুতিক মোটর সাইকেলটি উন্নত কর্মক্ষমতা, নিরাপত্তা এবং সুবিধা প্রদান করবে। পরিবেশ বান্ধব বিকল্পের হিসাবে এটি ক্রেতাদের কাছে অত্যন্ত পছন্দের হয়ে উঠবে।”

কেমন পারফরমেন্স পাওয়া যাবে?

সংস্থার দেওয়া তথ্য অনুসারে জানা গেছে আসন্ন এই বৈদ্যুতিক মোটর সাইকেলটি একবার ফুল চার্জে প্রায় 120-130 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। প্রতি ঘণ্টায় এই মোটর সাইকেলটি 70 কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। এছাড়াও নির্মাণকারী সংস্থার বক্তব্য অনুসারে গ্রাহকদের আকৃষ্ট করতে এই মোটর সাইকেলে আরো উন্নত নানা ধরনের ব্যবস্থা থাকবে।

GT Force গাড়ির জনপ্রিয়তা

বর্তমানে গাড়ির বাজারে GT Force গাড়িগুলি গ্রাহকদের অত্যন্ত পছন্দের হয়ে উঠেছে। জিটি ফোর্স এখনো পর্যন্ত 20000 ইউনিট ইভি বিক্রি করেছে। এক্স শোরুমের ভিত্তিতে 55555 টাকা থেকে 84555 টাকার মধ্যে তাদের একাধিক জনপ্রিয় বৈদ্যুতিক স্কুটার রয়েছে। নির্দিষ্ট কয়েকটি মডেল যেমন GT Vegas, GT Ryd Plus, GT One Plus Pro, এবং GT Drive Pro ইত্যাদি গাড়িগুলি রাইডাররা অত্যন্ত পছন্দ করেছেন। বর্তমানে এই ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মডেল হিসাবে রয়েছে জিটি ড্রাইভ প্রো। এক্স শোরুমে এটি 84555 টাকায় বিক্রি হয়। 2.5 kWh লিথিয়াম ব্যাটারিযুক্ত এই গাড়িটি একবার চার্জে 110 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। সেই সঙ্গে ব্যাটারিটি 4 ঘন্টা 30 মিনিটের মধ্যে 0-80% থেকে চার্জ নিতে সক্ষম।

প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন ইলেকট্রিক টু হুইলারটি প্রতি ঘণ্টায় 70 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বেগে যেতে পারে। এই গাড়ির লোডিং ক্ষমতা রয়েছে 180 কেজি। আশা করা যাচ্ছে পরবর্তীতে এই মোটর সাইকেলটি লঞ্চের বিষয়ে আরো বিস্তারিত তথ্য প্রকাশ করবে নির্মাণকারী সংস্থা।