Ola Electric: 47 হাজার টাকা ছাড়ে ওলার স্কুটি! ফিচার শুনলে আপনিও দৌড়বেন

great-discount-is-going-on-ola-electric-scooters

বর্তমানে পেট্রোল আর ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। এমন অবস্থায় সাধারণ মানুষ প্রয়োজনের খাতিরেও গাড়ি ব্যবহার করতে পারছে না। তাই এবার বিভিন্ন কোম্পানি থেকে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করছে। এইসব ইলেকট্রিক গাড়ির চাহিদাও ভারতীয় বাজারে চোখে পড়ার মতো।

ইলেকট্রিক টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলির মধ্যে থেকে অন্যতম হল Ola। এই কোম্পানি বর্তমানে ভারতের ইলেকট্রিক স্কুটারের মার্কেটে রাজত্ব করছে। এখন এই কোম্পানি ভারতে সবথেকে বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি করে। এই কোম্পানির ইলেকট্রিক স্কুটারে অ্যাডভান্স ফিচার থাকলেও দাম বেশি হওয়ায় অনেকেই কিনতে পারেন না। আপনাদের জন্য রয়েছে দারুণ খবর। এবার Ola Electric নিয়ে এসেছে দুর্দান্ত ডিসকাউন্ট অফার।

Ola Electric-এর জনপ্রিয়তা

Ola Electric ভারতে একটি জনপ্রিয় কোম্পানি। তবে এই কোম্পানির বেশিরভাগ ইলেকট্রিক স্কুটারই প্রিমিয়াম কোয়ালিটির। ফলে দামটাও বেশি। এই কারণে মধ্যবিত্ত মানুষ এই কোম্পানির ইলেকট্রিক স্কুটার কিনতে পারছেন না। তাই কোম্পানির তরফ থেকে তাদের বিক্রি বাড়াতে 47 হাজার 850 টাকার ডিসকাউন্টের ঘোষণা করেছে। আশা করা যাচ্ছে, এই অফারের পর Ola Electric এর বিক্রি আরও বেড়ে যাবে।

কিছুদিন আগেই এই অফারের ঘোষণা করেছিল কোম্পানি। তবে অফারটি 31 শে মার্চ, 2024 পর্যন্ত প্রযোজ্য ছিল। এবার Ola Electric আবার তার মডেলে প্রায় 47 হাজার 850 টাকার ডিসকাউন্টের ঘোষণা করেছে। এই অফারের সুযোগ লুফে নিন। অফার কিন্তু সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

Ola Electric-এর ইলেকট্রিক বাইক

ভারতের সীমা ছাড়িয়ে Ola Electric বিদেশের মাটিতেও জনপ্রিয়তা লাভ করেছে। এবার ভারতীয় বাজারে কোম্পানি তার প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। খুব শীঘ্রই আপনারা ভারতের রাস্তায় Ola Electric-এর আকর্ষণীয় ইলেকট্রিক বাইক দেখতে পেয়ে যাবেন। লঞ্চের আগেই এই খবর মানুষের মনে কৌতুহলের সৃষ্টি করেছে। এতে আপনারা বেশি রেঞ্জ আর আধুনিক ফিচার্স পেয়ে যাবেন।