Bike Loan

Gogoro 2 Series: ওলার দিন শেষ! চমৎকার স্কুটি নিয়ে বাজার কাঁপাবে Gogoro, এক চার্জে ছুটবে 170 কিমি

Aindrila Dhani

Published on:

gogoro-2-series-price

ভারতীয় বাজারে পেট্রোল আর ডিজেলের দাম প্রতিদিন বদলায়। জ্বালানি তেলের উর্ধ্বমুখী দামের কারণে স্কুটার ব্যবহার করা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অতিরিক্ত খরচের হাত থেকে বাঁচতে মুশকিল আসান হয়ে অটোমোবাইল সেক্টরে এসেছে ইলেকট্রিক স্কুটার।

পেট্রোলের দাম প্রতিদিন বেড়েই চলেছে। তাই এখন ইলেকট্রিক স্কুটারের চাহিদা হু হু করে বাড়ছে। বেশ কিছু কম্পানি এই সেগমেন্টে নিজেদের প্রোডাক্ট লঞ্চ করেছে। ভারতীয় বাজারে এখন ইলেকট্রিক স্কুটারের প্রচুর বিকল্প। আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Gogoro 2 Series। এতে 7 কিলোওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে। প্রতি ঘণ্টায় 90‌ কিলোমিটার বেগে ছুটতে পারে এই ইলেকট্রিক স্কুটার।

   

Gogoro 2 Series: রেঞ্জ

এই ইলেকট্রিক স্কুটারে 2.5 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যা সম্পূর্ণ চার্জ হতে 5 ঘণ্টা মতো সময় নেয়। সিঙ্গেল চার্জে এটি 170 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।

Gogoro 2 Series: গতিবেগ

এবার যদি মোটরের সম্পর্কে কথা বলি, এই ইলেকট্রিক স্কুটারে 7 কিলোওয়াটের বিএলডিসি টেকনোলজির ইলেকট্রিক মোটর ব্যবহার করেছে কোম্পানি। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 90 কিলোমিটার বেগে ছুটতে পারে এই স্কুটারটি।

Gogoro 2 Series: ফিচার্স

এই মডেলে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল ট্যাকোমিটার, ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, সাইড ইন্ডিকেটর, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, 5 লিটার বুট স্পেস, স্টার্ট ও স্টপ বাটন ইত্যাদি রয়েছে। এর লুক আরও আকর্ষণীয় করে তোলার জন্য ও গ্রাহকদের সুবিধার জন্য এলইডি হেডল্যাম্প, ডিআরএল, প্রজেক্টর হেডল্যাম্প, ব্রেক টেইল লাইট ব্যবহার করেছে কোম্পানি। সুরক্ষার জন্য ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া কল ও মেসেজ অ্যালার্টের সুবিধা রয়েছে।

Gogoro 2 Series: দাম

এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম 1.50 লাখ টাকা।