Bike Loan

Godawari Eblu Feo X : 28 লিটার স্টোরেজ! ভারতের প্রথম ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার, দাম থাকছে সাধ্যের মধ্যে

Godawari Eblu Feo X: Godawari Electric Motors তাদের Eblu রেঞ্জের টু-হুইলার ও থ্রি-হুইলার মডেল ম্যানুফ্যাকচার করেছে। এবার তারা লঞ্চ করতে চলেছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Eblu Feo X। এই মডেলটি ভারত মবিলিটি গ্লোবাল এক্সপো 2024 এ প্রদর্শন করা হয়েছে। কোম্পানি জানিয়েছে 2024 এর প্রথম ত্রৈমাসিকে এটি লঞ্চ হয়ে যাবে।

এই নতুন মডেলটি Godawari Electric Motors এর ইলেকট্রিক স্কুটার Eblu Feo -র আপগ্রেডেড মডেল। আসলে দূষণের পরিমাণ কমাতে আর জ্বালানি তেলের পেছনে অতিরিক্ত খরচা রোধ করতে অনেকেই ইলেকট্রিক স্কুটার কেনার দিকে ঝুঁকেছেন। বর্তমানে ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটার এর চাহিদা আকাশ ছোঁয়া। তাই বেশ কিছু কোম্পানি নিত্য নতুন ইলেকট্রিক স্কুটার ভারতীয় বাজারে লঞ্চ করেছে। আর কিছু কোম্পানি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। তবে Godawari Electric Motors তাদের জনপ্রিয় পুরনো মডেলের আপগ্রেডেড ভার্সন লঞ্চ করার দিকে মন দিয়েছে। এই Eblu Feo X এ 28 লিটার আন্ডার সিট স্টোরেজ পেয়ে যাবেন আপনারা। Eblu Feo ইলেকট্রিক স্কুটারের চরম সফলতার পর কোম্পানি এবার আনতে চলেছে আপগ্রেডেড ভার্সন Eblu Feo X। গত বছর Eblu Feo লঞ্চ হয়েছিল। লঞ্চের পর থেকে গ্রাহকদের মধ্যে এই মডেলটি নিয়ে বেশ চাহিদা দেখা গেছে। এই মডেলের এত চাহিদা দেখার পরেই কোম্পানি সিদ্ধান্ত নেয় Eblu Feo X বাজারে আনার। তাই তারা দিল্লির ভারত মন্ডপমে অনুষ্ঠিত ভারত মবিলিটি গ্লোবাল এক্সপো 2024 এ এটি প্রদর্শন করে। স্টাইলের দিক থেকে একটু পরিবর্তন করা হয়েছে নতুন মডেলে। এছাড়া গ্রাহকদের সুবিধার জন্য সিটের তলায় অতিরিক্ত স্টোরেজ দেওয়া হয়েছে।

আগামী দিনে ভারতের রাস্তা ইলেকট্রিক স্কুটারে ছেয়ে যাবে বলেই মনে করছেন অনেকে। ভারতের মধ্যে 50 এর বেশি ডিলারশিপে এই মডেল উপলব্ধ। তবে কোম্পানি চেষ্টা করছে 2024 এর মার্চ মাসের মধ্যে 100 টি ডিলারশিপ এর লক্ষ্যমাত্রা ছুঁতে।