Bike Loan

Fujiyama EV Classic: কম টাকায় শখপূরণ! সেরা মাইলেজের সেরা স্কুটি নিয়ে হাজির Fujiyama

Aindrila Dhani

Published on:

fujiyama-ev-classic-launch-date

Fujiyama EV Classic ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হয়েছে। এই নতুন মডেল শহুরে গতিশীলতায় পরিবর্তন আনবে। এটি একটি হাই-পারফরমেন্স ইলেকট্রিক স্কুটার। 110 কিলোমিটার রেঞ্জ দিয়ে থাকে এই ইলেকট্রিক স্কুটার। এছাড়া সুরক্ষার দিকে সম্পূর্ণ খেয়াল রাখা হয়েছে।

   

Fujiyama EV Classic ইলেকট্রিক স্কুটারের মোটর ও গতিবেগ

Fujiyama EV Classic ইলেকট্রিক স্কুটারে 3000 ওয়াটের শক্তি সম্পন্ন মোটর রয়েছে। এই মডেলের প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ 60 কিলোমিটার। ভালো পারফরমেন্সের জন্য এতে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার সম্পূর্ণ চার্জ দিলে এটি 110 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। রাইডাররা শহরের আশেপাশে ঘুরতে যেতে পারবেন।

Fujiyama EV Classic ইলেকট্রিক স্কুটারের ফিচার্স

এই ইলেকট্রিক স্কুটারে সুরক্ষার দিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে। এতে রয়েছে টুইন ব্যারেল LED লাইট ও কম্বি ড্রাম ব্রেকের মতো ফিচার্স রয়েছে। এছাড়া এতে রয়েছে ফার্স্ট চার্জিং সাপোর্ট। মাত্র 4 ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায় Fujiyama EV Classic ইলেকট্রিক স্কুটার। এটি আপনারা দীর্ঘক্ষণ চালাতে পারবেন। ভালো কোয়ালিটির এই ইলেকট্রিক স্কুটারটির সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছে কোম্পানি।

Fujiyama EV Classic ইলেকট্রিক স্কুটারের দাম

এই মডেলটির দাম অন্যান্য ইলেকট্রিক স্কুটারের তুলনায় কম। Fujiyama EV Classic ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম মূল্য 79 হাজার 999 টাকা। এই দামের কারণে আরও বেশি সংখ্যক মানুষ ইলেকট্রিক স্কুটারের সুবিধা নিতে পারবেন বলে মনে করছে কোম্পানি। তবে এখনও Fujiyama EV Classic ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হয়নি। তাই আপনারা চাইলে 1 হাজার 999 টাকার বিনিময়ে এটি বুকিং করতে পারবেন।