Bike Loan

Flying Car: রূপকথা নয়, এবার রাস্তার বদলে আকাশে উড়বে গাড়ি! হেলিকপ্টারের চেয়ে দ্রুতগতিতে চলবে

Published on:

china-is-going-to-launch-flying-car

যুগ এখন অনেক এগিয়ে গেছে। প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি আমাদের সামনে এসে হাজির হচ্ছে। আর আমরা শুধু অবাক হয়ে তাকিয়ে থাকছি। কখনও কি আমরা ভেবেছিলাম ইলেকট্রিক চার্জে গাড়ি চলবে? এখন তো এটাই সত্যি হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে। আপনাদের মনে আছে, কিছু কিছু সিনেমায় উড়ন্ত গাড়ি দেখানো হতো। আর আমরা ভাবতাম একবিংশ শতাব্দীতে হয়তো গাড়ি আকাশেই উড়বে। কিন্তু এমন ঘটনা বছরে পর বছর কেটে যাওয়া সত্ত্বেও সত্যি হয়নি। তবে এবার সত্যি হতে পারে।

   

বিগত কয়েক বছরে ইলেকট্রিক, ইথানল আর CNG চালিত গাড়ি দেখা গেছে। এবার মার্কেটে আসতে চলেছে ‘ফ্লাইং কার’ অর্থাৎ ‘উড়ন্ত গাড়ি’। ভারতে এখন এই ‘ফ্লাইং কার’ নিয়ে কথাবার্তা চলছে। অপরদিকে চীন এই কল্পনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে বেশ খানিকটা এগিয়ে গেছে। চীন লঞ্চ করতে চলেছে তাদের প্রথম ‘ফ্লাইং কার’। চীনের EVTOL কোম্পানি খুব শীঘ্রই এই আশ্চর্যকর ঘটনাকে সকলের সামনে রূপ দিতে চলেছে।

চীন আর আমেরিকা আনতে চলেছে ‘Flying Car’! এবার আকাশে উড়বে ট্যাক্সি!

আসন্ন ‘ফ্লাইং ট্যাক্সি’ মার্কেটে গোটা দুনিয়ার বড় বড় কোটিপতি ফান্ড জমা করছে। এই তালিকায় আমেরিকা ও ইউরোপ সহ বেশ কিছু বড় বড় দেশ এই টেকনোলজি নিয়ে কাজ করছে‌। কিন্তু চীন এদিক থেকে অনেকটাই এগিয়ে গেছে। এরপরেই নাম উঠে এসেছে আমেরিকার। রিপোর্ট অনুযায়ী, ‘ফ্লাইং ট্যাক্সি’ লঞ্চ হওয়ার পর সম্পূর্ণ হেলিকপ্টারের মতোই দেখতে লাগবে। আর এটি হেলিকপ্টারের মতোই আকাশে উড়বে। তবে এই ‘ফ্লাইং ট্যাক্সি’র ভাড়া কিন্তু অনেকটাই বেশি হতে পারে। তবে এর কারণে মানুষের সময় বাঁচবে। অযথা ঘন্টার পর ঘন্টা ট্র্যাফিক জ্যামে আটকে থাকতে হবে না আর।

কবে লঞ্চ হবে ‘Flying Car’?

আপনাদের জানিয়ে রাখি, ‘ফ্লাইং ট্যাক্সি’র A মডেল সরকারের তরফ থেকে জুলাই মাসে অ্যাপ্রুভ করা হয়েছে। এই টেকনোলজি লঞ্চ হয়ে গেলে ইতিহাসের পাতায় জায়গা পেতে বেশি সময় লাগবে না। এর আগে এই ধরনের ম্যানুফ্যাকচারিংকে প্রশ্রয় দেওয়া হয়নি। এই ‘ফ্লাইং ট্যাক্সি’ মোটামুটি 2025 সাল নাগাদ লঞ্চ হতে পারে।