আপনি যদি একটি ছোট ইলেকট্রিক সাইকেল কেনার কথা ভেবে থাকেন, তবে আজকের প্রতিবেদন আপনার জন্য। কোন্ কোম্পানির ইলেকট্রিক বাইক কিনবেন তা নিয়ে বিভ্রান্ত হন, তাহলে আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত বিকল্প। আসলে ফিডো টাইটান রোবাস্ট কার্গো নামের একটি ইলেকট্রিক সাইকেল ভারতীয় বাজারে উপলব্ধ রয়েছে। আপনার জন্য এটি ভাল বিকল্প হতে চলেছে।
এই ইলেকট্রিক সাইকেলটি বেশ উন্নত ধরনের। এর বিশেষত্ব হল রেঞ্জ। সিঙ্গেল চার্জে 80 কিলোমিটার থেকে 100 কিলোমিটার রেঞ্জ দিতে পারে এই ইলেকট্রিক সাইকেল। খুব অল্প সময়ের মধ্যেই চার্জ হয়ে যায় এটি।
Fiido Titan Robust Cargo: ব্যাটারি ও রেঞ্জ
এই ইলেকট্রিক সাইকেলে বড় ব্যাটারি প্যাকের ব্যবহার করেছে কোম্পানি। এই মডেলে কোয়ালিটি ফ্রেমের ব্যবহার করা হয়েছে। এই ইলেকট্রিক সাইকেলে 48 ভোল্ট, 14.5 Ah ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এর সাহায্যে 85 কিলোমিটার রেঞ্জ দিতে পারে সাইকেলটি। ব্যাটারিটি খুব কম সময়ের মধ্যে সম্পূর্ণ চার্জ হতে পারে। এই ব্যাটারির সম্পূর্ণ চার্জ হতে মাত্র 4 ঘণ্টা সময় নেয়।
Fiido Titan Robust Cargo: মোটর ও গতিবেগ
যদি আমরা এই বৈদ্যুতিক সাইকেলটির সর্বোচ্চ গতিবেগ এবং মোটরের সম্পর্কে কথা বলি, এর ফোনের দিকের হাবে 750 ওয়াটের টুথেড ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে। যা সর্বাধিক 70 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই ইলেকট্রিক সাইকেলে 3টি রাইডিং মোড রয়েছে। অ্যাসিস্ট, থ্রটল আর প্যাডেলের সুবিধা পেয়ে যাবেন এই ইলেকট্রিক সাইকেলে। এই ইলেকট্রিক সাইকেলটি এইসব ফিচার্সের মাধ্যমে খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে।
Fiido Titan Robust Cargo: দাম
আপনার কি এই ইলেক্ট্রিক সাইকেল টি কেনার ইচ্ছে হয়েছে? তাহলে আপনাদের জানিয়ে রাখি, এই ইলেকট্রিক সাইকেলটি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। এর প্রারম্ভিক দাম 1499 ডলার।