Bike Loan

দিলখুশ করবে মাইলেজ! সেরা লুকে সেরা বাইক নিয়ে হাজির Felo Tooz, দেখুন লঞ্চ ডেট

Aindrila Dhani

Published on:

felo-tooz-electric-motorcycle-mileage

Felo Tooz Electric Motorcycle: আপনি কি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল কিনতে চাইছেন? থাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি Smartech নিয়ে এসেছে নতুন একটি মডেল।‌ ইলেকট্রিক টু-হুইলার মার্কেটে নবজাগরণ ঘটাবে এই কোম্পানি।‌দাবি করা হচ্ছে, এই মডেলটি 720 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। আজকের প্রতিবেদনে আমরা কথা বলব, Felo Tooz ইলেকট্রিক মোটরসাইকেলের ব্যাপারে।

Felo Tooz-এর পারফরম্যান্স ও ফিচার্স

কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত Felo Tooz-এর সম্পর্কে সকল তথ্য সামনে আনা হয়নি। এই ইলেকট্রিক মোটরসাইকেলের ব্যাটারি আর মোটর সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।‌ তবে এর রেঞ্জ জেনে মনে করা হচ্ছে,‌ Felo Tooz-এ বেশ শক্তিশালী ব্যাটারি আর মোটর থাকবে।

এই ইলেকট্রিক মোটরসাইকেল প্রতি ঘন্টায় সর্বোচ্চ 125 কিলোমিটার বেগে ছুটতে পারে। আপনারা সহজেই হাইওয়েতে এটি চালাতে পারবেন। এর দৌলতে আপনাদের বারবার ব্যাটারি গেজ দেখতে হবে না। এছাড়া এতে রয়েছে 12 ইঞ্চির TFT ডিসপ্লে। এই বাইকে 360 ডিগ্রি ক্যামেরা সিস্টেম আছে। ফলে পথেঘাটে আপনি সুরক্ষিত থাকতে পারবেন।

Felo Tooz ইলেকট্রিক মোটরসাইকেলে রয়েছে স্ট্যান্ডার্ড ABS ও ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে। আপনি এই মোটরসাইকেলের পাওয়ার ব্যবহার করে নিজের অন্যান্য ইলেকট্রিক ডিভাইস, যেমন- ল্যাপটপ, ফোন ইত্যাদি চার্জ করতে পারবেন।‌ মাত্র 20 মিনিটে এটি 20 শতাংশ থেকে 80 শতাংশ চার্জ হয়ে যায়। এতে আপনারা আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন। Felo Tooz-এ এক্সপেন্সিভ বডিওয়ার্ক করা হয়েছে। এছাড়া এতে রয়েছে ফ্ল্যাট বডি প্যানেল। খুব শীঘ্রই এটি থাই মার্কেটে লঞ্চ করবে।‌