Bike Loan

1.5 লাখ টাকার বাম্পার ছাড় দিচ্ছে সরকার! শোরুমে উপচে পড়ল ভিড়, সুযোগ না ফসকাই অফার সীমিত

Aindrila Dhani

Published on:

ev-subsidy-new-good-new

আপনার কাছে কি ইলেকট্রিক গাড়ি আছে? না থাকলে কিনে ফেলুন। এবার ইলেকট্রিক গাড়ি থাকলেই সরকারের তরফ থেকে পেয়ে যাবেন 1.5 লাখ টাকা। জেনে নিন বিস্তারিত।

ছত্তিশগড়ের বাসিন্দাদের জন্য নতুন সুখবর। এবার আপনারা নূন্যতম 25 হাজার টাকার ভর্তুকি পেয়ে যাবেন‌! এইসব গাড়িতে মিলবে ভর্তুকি! এবার ইলেকট্রিক গাড়িতে ছত্তিশগড়ের বাসিন্দারা ভর্তুকি পাবেন। আপনারা যদি জুনের আগে ইলেকট্রিক গাড়ি কিনে থাকেন, সেক্ষেত্রে এই সুযোগ পেয়ে যাবেন। সরকারের তরফ থেকে ইলেকট্রিক যানবাহনের ওপর 10 শতাংশ ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হয়েছে।

   

জুনের আগে গাড়ি কিনলেই পেয়ে যাবেন মোটা টাকা

পরিবহন বিভাগের তরফ থেকে একটি রেজাল্ট জারি হয়েছে‌। এই রেজাল্টে 10 মাস আগের রিপোর্ট দেখানো হয়েছে। আচার সংহিতার আগে ইলেকট্রিক গাড়ি কিনে থাকলে 25 হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পেয়ে যেতে পারেন। এর জন্য 30 কোটি টাকার ভর্তুকি অনলাইনে জমা করা হবে।

70 হাজার কোটি টাকার বাজেট পেশ করবে সরকার

আপনাদের জানিয়ে রাখি, পরিবহন দপ্তর সরকারের কাছ থেকে বাজেট চেয়েছে। এতে 35 হাজার ইলেকট্রিক যানবাহনে ভর্তুকি পাওয়া যেতে পারে। এই কারণে অনেকেই অটোমোবাইল ডিলার আর RTO-তে যোগাযোগ করা শুরু করেছেন। আপনি যদি এই সুযোগের লাভ নিতে চান তাহলে যত দ্রুত সম্ভব আবেদন করে দিন।‌ এতে 70 হাজার কোটি টাকার বাজেট পেশ হবে। 35 হাজার মানুষের ব্যাংক একাউন্টে ভর্তুকির টাকা পাঠানো হবে।

1.50 লাখ টাকা পেয়ে যেতে পারেন ইলেকট্রিক বাহনে

আপনাদের জানিয়ে রাখি, 2022 সালে 5 বছরের জন্য ছত্তিশগড় রাজ্যে ইলেকট্রিক যানবাহনের ওপর নতুন পলিসি চালু করা হয়েছিল। যার অন্তর্গত ইলেকট্রিক বাহন কিনলে ন্যূনতম 10 শতাংশ আর সর্বোচ্চ 1.50 লাখ টাকা ভর্তুকি দেয়া হবে। আপনি যত দ্রুত সম্ভব আবেদন জমা করুন।