ছোটখাটো কাজ, যেমন- বাজারে যাওয়া, কাছাকাছি কোন আত্মীয়ের বাড়িতে যাওয়া অথবা অফিসিয়াল কোন কাজে যাওয়ার জন্য যানবাহনের দরকার! এবার চলে এসেছে নতুন ইলেকট্রিক স্কুটার। এটি চালিয়ে আপনারা স্বল্প দূরত্বের গন্তব্যে যেতে পারবেন। এমনকি স্কুল ও কলেজে যাওয়ার জন্যে ব্যবহার করা যাবে এই মডেল। জেনে নিন বিস্তারিত।
এই ইলেকট্রিক সাইকেলটি ডেলিভারি সার্ভিসের জন্য বিশেষ করে বানানো হয়েছে। যাঁরা ডেলিভারি বয়ের কাজ করেন তাঁদের ভীষণ কাজে লাগবে। এতে আপনাদের পেট্রোলের খরচ হবে না। এছাড়া এটি এক চার্জে 90 কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারে। আজকের প্রতিবেদনে আমরা কথা বলছি Emotorad Cosmos-এর সম্পর্কে।
Emotorad Cosmos: ব্যাটারি ও মোটর
এই ইলেকট্রিক সাইকেলে 48 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে 90 কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারে। এর সাথেই রয়েছে 250 ওয়াটের রেয়ার হাব মোটর। এটি দুর্দান্ত পাওয়ার জেনারেট করতে পারে। এর সাহায্যে Emotorad Cosmos প্রতি ঘন্টায় 40 কিলোমিটার বেগে ছুটতে পারে।
Emotorad Cosmos: ফিচার্স
ব্যবহারকারীদের রাইডিং এক্সপেরিয়েন্স উন্নত করে তোলার জন্য এই ইলেকট্রিক সাইকেলে বেশ কিছু অ্যাডভান্স ফিচারের ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনারা LCD ডিসপ্লে পেয়ে যাবেন। এই ডিসপ্লেতে ব্যাটারি স্ট্যাটাস, স্পিড, ভোল্টেজ, ট্রিপ মিটার সহ কয়েকটি বেসিক ইনফরমেশন দেখতে পাবেন। এছাড়া Emotorad Cosmos-এ আরামদায়ক সিট দেওয়া হয়েছে। এতে আপনারা অপসারণ যোগ্য ব্যাটারি প্যাক পেয়ে যাবেন। ফলে ক্ষয়প্রাপ্ত ব্যাটারি সম্পূর্ণ চার্জড ব্যাটারির সাথে অদল বদল করে নিতে পারবেন।
Emotorad Cosmos: দাম
কোম্পানি এই ইলেকট্রিক সাইকেলের দাম সাশ্রয়ী মূল্যে রাখার চেষ্টা করেছে। Emotorad Cosmos-এর এক্স শোরুম দাম 32 হাজার 999 টাকা।