Mahindra বিগত কয়েক দশক ধরে ভারতে ব্যবসা করছে। আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বাসের অপর নাম Mahindra and Mahindra। বিশ্বাসযোগ্যতার পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্সের মডেল লঞ্চ করে থাকে এই কোম্পানি। Mahindra কোম্পানির অন্যতম বিখ্যাত মডেল হল Thar। গাড়ি প্রেমীদের স্বপ্নের মডেল এটি। এবার নতুন রূপে লঞ্চ হতে চলেছে Mahindra Thar। জেনে নিন বিস্তারিত।
বর্তমান সময়ে ইলেকট্রিক গাড়ির ট্রেন্ড চলছে। পরিবেশ বান্ধব এই ধরনের মডেলের পিছনে জ্বালানি তেলের খরচ হয় না। মূল্যবৃদ্ধির বাজারে জ্বালানি তেলের দাম যে হারে বাড়ছে, তার দেখেই মূলত ইলেকট্রিক গাড়ির প্রতি মানুষের ঝোঁক বেড়ে গেছে। এবার Mahindra তার বিখ্যাত মডেল Thar -এর ইলেকট্রিক ভেরিয়েন্ট লঞ্চ করতে চলেছে। এক চার্জে 800 কিলোমিটার রেঞ্জ দেবে!
Electric Thar গাড়িতে কি ব্যাটারি ব্যবহার করা হয়েছে
এই ইলেকট্রিক গাড়িতে বড়ো ও শক্তিশালী ব্যাটারির ব্যবহার করা হয়েছে। এতে আপনারা 90 কিলোওয়াটের ব্যাটারি প্যাক পেয়ে যাবেন। সুপার ফাস্ট চার্জারের মাধ্যমে দ্রুত চার্জ হয়ে যাবে এই গাড়ি। একবার সম্পূর্ণ চার্জে সম্ভবতঃ 800 কিলোমিটারের কাছাকাছি রেঞ্জ দিতে পারবে Electric Thar। এছাড়া প্রতি ঘন্টায় সর্বোচ্চ 180 কিলোমিটার বেগে ছুটবে।
Electric Thar-র ফিচার্স
আপনাদের জানিয়ে রাখি, Electric Thar সম্বন্ধে কোম্পানির তরফ থেকে কোনো তথ্য সামনে আসেনি। বর্তমানে এটি কেবলমাত্র একটি কনসেপ্ট। এই কনসেপ্টে আপাতত 7 ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। এতে এয়ার কন্ডিশনার, মাউন্টেড সাইন কন্ট্রোল, সানরুফ সহ বেশকিছু ফিচার রয়েছে।
Electric Thar গাড়ির ভেরিয়েন্ট
এই ইলেকট্রিক গাড়িতে 2 টি ভেরিয়েন্ট থাকব। একটি ভেরিয়েন্টে 2 টি মোটর ব্যবহার করা হবে। আর অপর ভেরিয়েন্টটিতে 4 টি মোটর থাকবে।
Electric Thar গাড়ি কবে লঞ্চ হবে?
রিপোর্ট অনুযায়ী, Electric Thar 2026 সালে লঞ্চ হবে। এই সম্পর্কে কোম্পানি কোনো তথ্য সামনে আনেনি।