Bike Loan

Earth Energy EV Evoive Z: 120 কিমি মাইলেজ ও বাহুবলি ইঞ্জিন! বাজেট ফ্রেন্ডলি দামে বাজার কাঁপাতে হাজির Earth Energy-র নতুন মডেল

Aindrila Dhani

Published on:

earth-energy-ev-evoive-z-mileage

এখন অনেকেই পেট্রল চালিত বাইকের তুলনায় ইলেকট্রিক বাইক পছন্দ করছেন। তাই যদি আবার হয় বাজেট ফ্রেন্ডলি দামে, তাহলে তো আর কথাই নেই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই একটি মডেলের খবর।

   

ভারতীয় বাজারে এখন ইলেকট্রিক টু-হুইলারের বেশ চাহিদা রয়েছে। এই কারণে আমাদের দেশের টু-হুইলার সেক্টরে একের পর এক নতুন ইলেকট্রিক মডেল লঞ্চ হচ্ছে। সম্প্রতি লঞ্চ হয়েছে Earth Energy EV Evoive Z। এটি অল্প কিছুদিন হল লঞ্চ হয়েছে। কিন্তু এর মধ্যেই Earth Energy EV Evoive Z নিজের দুর্দান্ত ফিচার আর ভালো রেঞ্জের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে।

Earth Energy EV Evoive Z বাইকের ফিচার্স

এই বাইকে গ্রাহকদের সুবিধার জন্য বেশকিছু আকর্ষণীয় ফিচার দিয়েছে কোম্পানি। এতে আপনারা অ্যাডভান্স ফিচার পেয়ে যাবেন। এই বাইক যাতে ভালো পারফরমেন্স দিতে পারে, সেজন্য এইসব ফিচার দেওয়া হয়েছে।‌ Earth Energy EV Evoive Z বাইকে শক্তিশালী ব্যাটারি প্যাক রয়েছে। একবার সম্পূর্ণ চার্জ দিলে এটি 120 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। বাইকের পাওয়ার বাড়ানোর জন্য শক্তিশালী মোটর যুক্ত রয়েছে। এর সাহায্যে Earth Energy EV Evoive Z এক ঘন্টায় 95 কিলোমিটার পথ যেতে পারে।‌ ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এতে। মাত্র 40 মিনিটে 0 থেকে 80 শতাংশ চার্জ হয়ে যায় এটি।

Earth Energy EV Evoive Z বাইকের দাম

ভারতে বাজেট ফ্রেন্ডলি বাইকের চাহিদাই বেশি। তাই কোম্পানি এই ইলেকট্রিক বাইকের দাম কমের মধ্যে রাখার চেষ্টা করেছে। শক্তিশালী ব্যাটারি প্যাক, আকর্ষণীয় লুক আর ফিচার থাকা সত্ত্বেও Earth Energy EV Evoive Z ইলেকট্রিক বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 1 লাখ 10 হাজার টাকা থেকে।