Crayon Motors নিয়ে এসেছে তাদের দুর্দান্ত একটি ইলেকট্রিক স্কুটার। Envy-র লেটেস্ট মডেল হল 2023 Crayon Envy। এটি 160 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এছাড়া এই ভার্সনে বেশ কিছু লেটেস্ট ফিচার যুক্ত করা হয়েছে। এটি কিন্তু কোনও প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারের থেকে কম যায় না। জেনে নিন বিস্তারিত।
ভারতে প্রায়শই কোনো না কোনো ইলেকট্রিক স্কুটার লঞ্চ হচ্ছে। এছাড়া বেশ কিছু কোম্পানি নিজেদের পপুলার মডেলগুলিকেও আপডেট করে নতুনভাবে লঞ্চ করা শুরু করেছে। সেই তালিকাতে নাম লিখিয়েছে Crayon Motors কোম্পানির Envy। এই মডেলটির আপডেটেড ভার্সন 2023 Crayon Envy সম্প্রতি লঞ্চ হয়েছে।
Crayon Envy ইলেকট্রিক স্কুটারের ফিচার্স
এই ইলেকট্রিক স্কুটারে 250 ভোল্টের BLDC টেকনোলজির ইলেকট্রিক মোটর রয়েছে। যা বেশ ভালো পাওয়ার জেনারেট করতে পারে। কোম্পানি দাবি করছে, Crayon Envy একবার সম্পূর্ণ চার্জ দিলে 160 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। জানা যাচ্ছে, এই ইলেকট্রিক স্কুটারটি চালাতে প্রতি কিলোমিটারে আপনাদের মাত্র 14 পয়সা খরচ হবে। ফলে আপনাদের বেশ খানিকটা টাকা সাশ্রয় হবে। এই ইলেকট্রিক স্কুটারে সেন্ট্রাল লকিং, টিউবলেস টায়ার, ডুয়াল হেডলাইট, জিও ট্যাগিং, মোবাইল চার্জিং আর ডিজিটাল স্পিডোমিটারের মতো ফিচার্স রয়েছে।
Crayon Envy ইলেকট্রিক স্কুটারের দাম
যাঁরা কম স্পিডের ইলেকট্রিক স্কুটার খুঁজছেন, তাঁদের এই মডেলটি ভালো লাগতে পারে। এটি একটি প্রিমিয়াম স্কুটার। আগের তুলনায় আরও আধুনিক করা হয়েছে এই মডেলটিকে। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা চারটি রংয়ের অপশন পেয়ে যাবেন- সাদা, কালো, নীল আর সিলভার। এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিতে 2 বছরের ওয়ারেন্টি রয়েছে। দামের কথা বলতে গেলে এই মডেলটি আপনারা 64 হাজার টাকায় পেয়ে যাবেন।