Bike Loan

Citroen Basalt: যুবকদের মন উরু উরু, সস্তায় লাক্সারি গাড়ি‌! বাজারের সেরা লুক, মাইলেজও দেখার মত

Aindrila Dhani

Published on:

citroen-basalt-car-news

Citroen Basalt : ফ্রান্সের অটোমোবাইল কোম্পানি Citroen ভারতীয় বাজারে খুব শীঘ্রই তাদের নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে। গাড়িটির লঞ্চের তারিখ সামনে এসেছে। এই গাড়িটি সরাসরি টাটা মোটরসের আসন্ন মডেল Tata Curvv-এর সাথে হতে চলেছে।

Citroen Basalt খুব শীঘ্রই ভারতের রাস্তায় দৌড়াবে। চলতি বছরেই লঞ্চ হওয়ার কথা এই গাড়ি। এতে আপনারা ওয়্যারলেস চার্জিং ও অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের মতো ফিচারের সুবিধা পেয়ে যাবেন। মাইলেজের দিক থেকেও দারুণ এই মডেলটি। প্রতি লিটারে 18 কিলোমিটার মত মাইলেজ দিতে পারে Citroen Basalt। কী কী ফিচার্স রয়েছে? কত দাম এই গাড়ির? কবে লঞ্চ হবে এটি? জেনে নিন আজকের প্রতিবেদনে।

   

Citroen Basalt: ইঞ্জিন

সবার প্রথমে আমরা এই ফোর হুইলারের ইঞ্জিন সম্বন্ধে কথা বলব। Citroen Basalt-এ ব্যবহৃত ইঞ্জিন C3 এয়ারক্রশে দেখতে পাবেন। এই নতুন গাড়িতে 1.2 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 109 bhp শক্তি ও 205 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স ও অটোমেটিক টর্ক কর্নভার্টার ইউনিট ব্যবহার করা হয়েছে। এই গাড়িটি প্রতি লিটার পেট্রোলে 17 কিলোমিটার থেকে 18 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Citroen Basalt: ফিচার্স

ফিচারের কথা বলতে গেলে, এই গাড়িতে আপনারা স্টিয়ারিং হুইল মাউন্টেড কন্ট্রোল, এয়ার কন্ডিশনিং ভেন্ট, কীলেস এন্ট্রি, ওয়্যারলেস চার্জিং, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ও ক্রুজ কন্ট্রোলের মতো ফিচার্স পেয়ে যাবেন।

Citroen Basalt: দাম

ফ্রান্সের এই কোম্পানিটি খুব শীঘ্রই ভারতীয় বাজারে Citroen Basalt লঞ্চ করবে। জানা যাচ্ছে চলতি বছরের 2রা আগস্ট এই গাড়ি পেশ করা হবে। এর দাম 11 লাখ টাকা থেকে 12 লাখ টাকার মধ্যে।