Chetak Urbane 2024: নতুন নতুন ফিচার সহ ইলেকট্রিক স্কুটার লঞ্চ হতে চলেছে। ভারতের বেশ বড় বড় অটোমোবাইল কোম্পানি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার দিকে মন দিয়েছে। আসলে পেট্রোল আর ডিজেলের উর্ধ্বমুখী দামের কারণেই গ্রাহকরা ইলেকট্রিক গাড়ি বেশি কিনছেন। আপনিও আর দেরি না করে পেট্রোলের বদলে কিনে ফেলুন এই ইলেকট্রিক স্কুটারটি। আজকে আমরা কথা বলব Chetak Urbane 2024 এর সম্পর্কে।
Chetak Urbane 2024: ফিচারস ও স্পেসিফিকেশন
Chetak Urbane 2024 স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জে 113 কিলোমিটার পর্যন্ত পথ যেতে পারে। এতে বেশ কিছু এডভান্স ফিচার দেওয়া হয়েছে। এটি চলতি বছরের 9 ই জানুয়ারি ভারতের লঞ্চ করা হয়েছে। আপনারা যদি নতুন ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন তাহলে এই মডেলটি নিয়ে ভেবে দেখতে পারেন। ফিচারের কথা বলতে রয়েছে কল এলার্ট, ডিসপ্লে থিম, মিউজিক কন্ট্রোল আর turn by turn navigation এর মতো একাধিক সুবিধা। এছাড়া এতে রয়েছে হিল হোল্ড, রিভার্স মোড, 5 ইঞ্চির TFT স্ক্রিন ইত্যাদির মতো ফিচার। আপনারা নিজেদের স্মার্টফোনটি এই স্কুটারের সাথে সহজেই কানেক্ট করতে পারবেন। এখন গাড়ি চালাতে চালাতে আর থেমে ফোনে কথা বলতে হবে না।
এই ইলেকট্রিক স্কুটারে 3.2 kWh ব্যাটারি প্যাক রয়েছে। মাত্র 30 মিনিটের মধ্যে Chetak Urbane 2024 স্কুটারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। স্কুটারের সাথে কোম্পানির তরফ থেকে 800W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। রেঞ্জের কথা বলতে গেলে, এই ইলেকট্রিক স্কুটার একবার সম্পূর্ণ চার্জে 127 কিলোমিটার পথ যেতে পারে। এবার আসি দামের কথায়। এই ইলেকট্রিক স্কুটারটির দাম 1 লাখ 14 হাজার 285 টাকা। আপনারা নগদের বদলে EMI তেও এটি কিনতে পারবেন। তার জন্য 22 হাজার টাকার ডাউন পেমেন্ট করতে হবে। আর প্রত্যেক মাসে 3 হাজার 882 টাকা EMI হিসেবে জমা করতে হবে। EMI প্ল্যান চলবে 3 বছর পর্যন্ত। আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।