Volkswagen Virtus: গোটা জুন মাস জুড়ে গাড়ি প্রেমিকদের সোনায় সোহাগা। একের পর এক কোম্পানি ডিসকাউন্ট অফার নিয়ে আসছে। দেশের পাশাপাশি বিদেশে খ্যাতি অর্জন করেছে Volkswage। 2024-এর জুন মাসে দুর্দান্ত অফার পেয়ে যাবেন Volkswagen Virtus-এ। জেনে নিন বিস্তারিত।
এবার জব্বর সুযোগ। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। Volkswagen তাদের বিখ্যাত সেডান Volkswagen Virtus-এ নিয়ে এসেছে 1.5 লাখ টাকার ডিসকাউন্ট! এতে পেয়ে যাবেন 1 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন।দেবে দুর্দান্ত মাইলেজ।
Volkswagen Virtus-এর ইঞ্জিন
এই জনপ্রিয় সেডানে 1.0 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। Volkswagen Virtus-এর ইঞ্জিন 115 bhp শক্তি ও 178 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। এছাড়া এই গাড়িতে দ্বিতীয় ইঞ্জিনের অপশন পেয়ে যাবেন। Volkswagen Virtus-এ 1.5 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিনের বিকল্প আছে। যা 150 bhp শক্তি ও 250 Nm টর্ক উৎপাদন করতে পারে।
Volkswagen Virtus-এর মাইলেজ (Volkswagen Virtus Mileage)
Volkswagen Virtus-এ ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প পেয়ে যাবেন। 1.0 লিটারের ম্যানুয়াল ভ্যারিয়েন্ট প্রতি লিটারে 20 কিলোমিটার মাইলেজ দিতে পারে। অপরদিকে 1.0 লিটারের অটোমেটিক ভ্যারিয়েন্ট প্রতি লিটারে 19 কিলোমিটার মতো মাইলেজ দেয়। এছাড়া 1.5 লিটারের DCT ভ্যারিয়েন্ট প্রতি লিটারে 19 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে।
Volkswagen Virtus-এর ফিচার্স (Volkswagen Virtus Features)
এই সেডানে 10.1 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ও ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে রয়েছে। এছাড়া Volkswagen Virtus-এ ওয়্যারলেস ফোন চার্জিং, সানরুফ সহ বিভিন্ন প্রিমিয়াম ফিচার রয়েছে। সুরক্ষার জন্য এই গাড়িতে 6 এয়ার ব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলটি কন্ট্রোল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম দেওয়া হয়েছে।
Volkswagen Virtus-এর দাম
ভারতীয় বাজারে Volkswagen Virtus-এর এক্স শোরুম দাম 12 লাখ টাকা থেকে 20 লাখ টাকার মধ্যে।
Volkswagen Virtus-এর ডিসকাউন্ট
জুন, 2024-এ Volkswagen Virtus-এ মোট 1.5 লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন আপনারা। এতে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, লয়্যাল্টি বোনাস যুক্ত থাকবে। এছাড়া Volkswagen Virtus-এর MY 2023-তে 50 হাজার টাকার অতিরিক্ত ডিসকাউন্ট থাকছে। বিস্তারিত জানতে নিকটবর্তী ডিলারের সাথে যোগাযোগ করুন।