Bike Loan

Cheapest Bikes in India: সস্তায় বাইক খুঁজছেন? দাম শুরু হচ্ছে 53 হাজার টাকা থেকে, মাইলেজ পাবেন প্রতি লিটারে 90 কিমি

Aindrila Dhani

Published on:

cheapest-bikes-in-india

Cheapest Bikes in India: ভারতের বেশিরভাগ মানুষ সস্তায় ভালো মাইলেজের বাইক কিনতে চান। আসলে আমাদের দেশের বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত শ্রেণীর। তাই এখানকার মানুষদের প্রয়োজন আর শখ দুটোই সামর্থ্য দেখে পূরণ করতে হয়। এই প্রতিবেদনে দেশের সবথেকে সস্তা কয়েকটি বাইকের সম্পর্কে বলব।

TVS Sport

এই কমিউটার বাইকে ফিউল ইনজেকটেড টেকনোলজির ব্যবহার করা হয়েছে। TVS Sport-এ 109.7cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা সর্বাধিক 8.19 Ps শক্তি ও 8.7 Nm টর্ক উৎপাদন করে। এবার যদি মাইলেজের কথা বলি, TVS Sport প্রতি লিটারে 70 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে আপনারা TVS Sport পেয়ে যাবেন। এই কমিউটার বাইকের এক্স শোরুম দাম 59 হাজার 431 টাকা থেকে 70 হাজার 773 টাকার মধ্যে।

   

Bajaj Platina 100

এই বাইকে 102cc-র‌ এয়ার কুল্ড, 4 স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 7.9 Ps শক্তি ও 8.3 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে রয়েছে 4 স্পিড গিয়ারবক্স। Bajaj Platina 100-এ 11 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। প্রতি লিটারে 90 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক। এর এক্স শোরুম দাম 67 হাজার 77 টাকা।

Bajaj CT 100

এটি বেস্ট মাইলেজের বাইক। এতে 102cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে।‌ এই ইঞ্জিন সর্বাধিক 7.9 Ps শক্তি ও 8.34 Nm টর্ক উৎপাদন করে।‌ এটি প্রতি লিটারে 70 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। ভারতীয় বাজারে Bajaj CT 100-এর এক্স শোরুম দাম 53 হাজার 696 টাকা।

Hero HF 100

এবার Hero HF 100-এর ইঞ্জিনের কথা বলতে গেলে, এতে আপনারা শক্তিশালী ইঞ্জিনের সুবিধা পেয়ে যাবেন। এই বাইকে 97.2cc-র এয়ার কুল্ড, 4 স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, SOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 8000 rpm-এ 8.02 Ps শক্তি ও 6000 rpm-এ 8.05 Nm টর্ক উৎপাদন করে। এতে 9.1 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। Hero HF 100 প্রতি লিটারে 83 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে। ভারতীয় বাজারে এই বাইকের এক্স শোরুম দাম 59 হাজার 18 টাকা।

Hero HF Deluxe

Hero Hf Deluxe বাইকে 97.2 cc র শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 8,000 rpm এ সর্বোচ্চ 7.91 bhp শক্তি ও 5,000 rpm সর্বাধিক এ 8.05 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 85 কিলোমিটার। এই বাইকটির দাম 56 হাজার 500 টাকা থেকে 65 হাজার 500 টাকার মধ্যে।