Bike Loan

5000SR Voom: দমদার ইঞ্জিন ও পারফরম্যান্স! সিএফ মোটো বাইক প্রেমীদের আবেগের জায়গা

Aindrila Dhani

Published on:

cf-motors-new-bike-5000sr-voom

CF Moto বাস্তবমুখী ও আকর্ষণীয় মোটরসাইকেল ডেভেলপ করার জন্য বিখ্যাত। সম্প্রতি এই কোম্পানি তাদের নতুন মডার্ন রেট্রো মোটরসাইকেলের টিজার ভিডিও আপলোড করেছে। এই মডেলটি হল 5000SR Voom। এটি 500cc ইনলাইন 4 প্লাটফর্মে লঞ্চ করা হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে এই সেগমেন্টে আরও কিছু মোটরসাইকেল লঞ্চ করতে পারে কোম্পানি।

এখনও পর্যন্ত এই বাইকের তেমন কোন তথ্য সামনে আনা হয়নি। তবে টিজার ভিডিও থেকে কিছু তথ্য আমরা বুঝতে পেরেছি। 5000SR Voom-এর লুক ও ডিজাইন বেশ আকর্ষণীয়। আপনারা একবার দেখলে আর চোখ ফেরাতে পারবেন না। এতে ক্যাফে রেসার ফেইরিং সহ টুইন LED লাইট সেট আপ ব্যবহার করা হয়েছে। এছাড়া তীক্ষ্ণ রেয়ার সেকশন এই মডেলটির লুক অনেক বেশি চমকপ্রদ করে তুলেছে। এর পাশাপাশি 5000SR Voom-এ নিয়ন স্ট্রাইপ দেওয়ার কারণে রেট্রো লুক ভালোভাবে ফুটে উঠেছে। টিজার ভিডিওতে এই বাইকে সম্পূর্ণ রঙিন ইন্সট্রুমেন্ট কনসোল দেখা গেছে।

CF Moto এই বাইকটিকে সম্ভবত 2024 EICMA শোতে উন্মোচন করবে। আর 2025 সালের প্রথমদিকে চীন সহ অন্যান্য ইউরোপীয় বাজারে 5000SR Voom লঞ্চ করা হবে। তবে দুঃখজনক খবর হলো, এই রেট্রো মডার্ন বাইক ভারতীয় বাজারে লঞ্চ করা হবে না। কারণ কোম্পানি ভারতে নিজেদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে‌। এমনকি এই কোম্পানির ভারতীয় অফিসিয়াল ওয়েবসাইট পর্যন্ত নামিয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে CF Moto India-র কোন ডিলারশিপ ও প্রোডাক্টের তথ্য নেই।