Bike Loan

CF Moto 300 NK: জলে যাবে না টাকা! নতুন 300 সিসির বাইকে নজরকারা লুক, দেখুন দাম

Aindrila Dhani

Published on:

cf-moto-300-nk-mileage

CF Moto নিয়ে এসেছে নতুন স্পোর্টস বাইক। 300cc সেগমেন্টে লঞ্চ হয়েছে এই মডেলটি। দুর্দান্ত ফিচারের পাশাপাশি এতে রয়েছে আকর্ষণীয় লুক। রাস্তায় চলার সময় সবার চোখ থাকবে CF Moto 300 NK বাইকের দিকে। কত দাম? কী কী ফিচার্স রয়েছে এতে?

CF Moto 300 NK বাইকের ইঞ্জিন

এই বাইকে 292.4cc 4‌ স্ট্রোক লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ DOHC ইঞ্জিন রয়েছে। যা 7200 rpm-এ 20.5 Nm টর্ক ও 8800 rpm -এ 33.99 PS শক্তি উৎপাদন করে। এই বাইকে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। এতে 12.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। আর 2.5 লিটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি আছে। CF Moto 300 NK বাইক প্রতি ঘন্টায় সর্বোচ্চ 127 কিলোমিটার বেগে ছুটতে পারে। এটি পেট্রোল চালিত স্পোর্টস বাইক।‌ প্রতি লিটারে 33 কিলোমিটার মাইলেজ দেয় এই মডেল। এতে চার্জিং সকেট আছে। CF Moto 300 NK বাইকে 78 মিলিমিটারের স্ট্রোক আর 61.2 মিলিমিটারের বোর রয়েছে।

CF Moto 300 NK বাইকের ডাইমেনশন

এই বাইকের দৈর্ঘ্য 1990 মিলিমিটার, প্রস্থ 780 মিলিমিটার আর উচ্চতা 1070 মিলিমিটার। CF Moto 300 NK-র গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 মিলিমিটার আর হুইলবেস 1360 মিলিমিটার। বাইকটির সিটের উচ্চতা 795 মিলিমিটার। এর কার্ব ওয়েট 151 কেজি।

CF Moto 300 NK বাইকের সাসপেনশন ও টায়ার

CF Moto 300 NK বাইকের সামনে রিট্র্যাক্টেবল সাসপেনশন আর পিছনে ক্যান্টিলেভর সাসপেনশন রয়েছে। এর স্পোর্টস বাইকের চাকার সাইজ 17 ইঞ্চি। এছাড়া এর সামনে 110/70 টায়ার আর পিছনে 140/60 টায়ার রয়েছে।

CF Moto 300 NK বাইকের ফিচার্স

এই বাইকে ডিজিটাল ফুয়েল গেজ, ডিজিটাল ট্যাকোমিটার, ডিজিটাল স্পিডোমিটার আর ডিজিটাল ওডোমিটার রয়েছে। এছাড়া CF Moto 300 NK -তে ডিসটেন্স টু এমপ্টি ইন্ডিকেটর, ডিজিটাল কনসোল আল সেল্ফ স্টার্টের ফিচার রয়েছে। এছাড়া এতে ডুয়াল চ্যানেল ABS রয়েছে।

CF Moto 300 NK বাইকের দাম

এই বাইকের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 2.29 লাখ টাকা থেকে। RTO চার্জ 6,250 টাকা ও ইন্সুরেন্স কস্ট 9,847 টাকা মিলিয়ে CF Moto 300 NK বাইকের অন-রোড দাম 2.45 লাখ টাকা।