Bike Loan

Cars for Daily Use: পকেটে টাকা কম? পূরণ হবে সস্তায় গাড়ি কেনার স্বপ্ন! 4 লাখ টাকার কমে সেরার সেরা গাড়ি এখানে

Aindrila Dhani

Published on:

cars-for-daily-use

Best cars for daily use : আজকাল বাইক যেমন সবার প্রয়োজন, তেমনি গাড়িও প্রয়োজনে দাঁড়িয়েছে। এখন মহিলারাও এখন গাড়ি ব্যবহার করা শুরু করেছে। অফিসে যাতায়াত, বাচ্চাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা বা বাজারে যেতে গাড়ির প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে স্বল্প মেইনটেনেন্স এবং দীর্ঘ মাইলেজের গাড়ি সবার দরকার। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনন্দিন জীবনে ব্যবহার্য, সস্তা এবং বেশি মাইলেজের গাড়ির তালিকা।

Hyundai Grand i10 NIOS

সম্প্রতি Hyundai Motor India লঞ্চ করেছে Grand i10 Nios। এই গাড়িটি অনেকটা জায়গা, আরামদায়ক সিট এবং আনন্দময় ভ্রমণের সুবিধা দিয়ে থাকে। এতে 1.2 লিটারের ইঞ্জিন রয়েছে। যা 5 স্পিড ম্যানুয়াল এবং AMT গিয়ারবক্সের সাথে যুক্ত। এটি প্রতি লিটারে 18 কিলোমিটার থেকে 20 কিলোমিটার মাইলেজ দেয়। নিরাপত্তার জন্য, এতে 6টি এয়ারব্যাগ, টায়ার প্রেসার রিমাইন্ডার, সিট বেল্ট রিমাইন্ডার, ABS, EBD এবং সেন্ট্রাল লকিংয়ের মতো বৈশিষ্ট্য রয়েছে। এর এক্স শোরুম মূল্য 5.92 লক্ষ টাকা।

   

Maruti Alto K10

দেশের জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি Maruti Suzuki-র সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়ি Alto K10 এখনও বহু মানুষের প্রথম পছন্দ। এতে 1.0 লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই গাড়িতে 5 স্পিড MT এবং AMT ট্রান্সমিশনের বিকল্পের সুবিধা পেয়ে যাবেন। এটি প্রতি লিটারে 25 কিলোমিটার মাইলেজ দেয়। এর এক্স শোরুম মূল্য 3.99 লক্ষ টাকা।

Maruti Suzuki Swift

এই হ্যাচব্যাক গাড়িতে আপনারা 1.2 লিটারের পেট্রোল ইঞ্জিন ব্যবহার করতে পারবেন। যা 82 hp শক্তি এবং 112 Nm টর্ক জেনারেট করতে পারে। এতে 5 স্পিড MT এবং AMT ট্রান্সমিশনের বিকল্প রয়েছে। এই গাড়ি প্রতি লিটারে 25.75 কিলোমিটার মাইলেজ দিতে পারে। সুরক্ষার জন্য Maruti Suzuki Swift-এ 6টি এয়ার ব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইবিডি, 3 পয়েন্ট সিট বেল্ট আর হিল হোল্ড কন্ট্রোলের মতো ফিচার্স পেয়ে যাবেন। এই গাড়ির এক্স শোরুম দাম 6.25 লাখ টাকা থেকে শুরু হয়েছে।