Bike Loan

BYD Seagull: চোখ ধাঁধাতে আসছে নতুন ইলেকট্রিক গাড়ি! সিঙ্গেল চার্জে 400 কিমি রেঞ্জ, খরচা মাত্র 3 লাখ টাকা

Aindrila Dhani

Published on:

byd-seagull-electric-car

BYD Seagull: আপনি যদি কম দামে ইলেকট্রিক গাড়ি কেনার প্ল্যান করে থাকেন, তাহলে BYD Seagull সম্পর্কে জেনে রাখুন। ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ির বেশ কিছু অপশন রয়েছে। কিন্তু বোঝা মুশকিল কোন্ গাড়িটি আপনার জন্য উপযুক্ত। তবে আপনাকে আর চিন্তা করতে হবে না।

আজকের প্রতিবেদনে আমরা কথা বলব BYD Seagull ইলেকট্রিক গাড়ির সম্পর্কে। জানা যাচ্ছে, এই ইলেকট্রিক ফোর হুইলারের ওয়্যারলেস চার্জিং, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, রিভার্স ক্যামেরা, ইলেকট্রিক সানরুফ ও ছয়টি এয়ার ব্যাগের মতো গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। অপরদিকে সিঙ্গেল চার্জে 400 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে এই গাড়ি। ফলে আপনারা লং ড্রাইভে যেতে পারবেন।

   

BYD Seagull: ফিচার্স

সবার প্রথমে আমরা এই গাড়িটির ফিচার সম্বন্ধে কথা বলব। কোম্পানি গ্রাহকদের সুবিধার জন্য এই গাড়িতে বেশ প্রয়োজনীয় ফিচারের ব্যবহার করেছে। এতে আপনারা 12.8 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ও 5 ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল পেয়ে যাবেন। এই সেটআপে ড্রাইভার সহজেই ডিসপ্লে দেখতে পারবেন। আর কন্ট্রোল ফাংশন সম্বন্ধে জানতে পারবেন। এই ইলেকট্রিক গাড়িতে সিঙ্গেল ওয়াইপার, ডিটাচেবল ডোর হ্যান্ডেল, স্টিল হুইল, ওয়্যারলেস ফোন চার্জিং, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, রিভার্স ক্যামেরা, ইলেকট্রিক সানরুফ আর ছয়টি এয়ার ব্যাক রয়েছে।

BYD Seagull: রেঞ্জ

ব্যাটারি সম্বন্ধে কথা বলতে গেলে, এই গাড়িতে দুটি ব্যাটারির বিকল্প রয়েছে। প্রথমে 38 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করেছে কোম্পানি। যা সিঙ্গেল চার্জে 400 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। আর দ্বিতীয় ব্যাটারিটি হল 30 কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটি। এটি সিঙ্গেল চার্জে 305 কিলোমিটার রেঞ্জ দেয়।

BYD Seagull: মোটর

মোটরের কথা বলতে গেলে BYD Seagull-এ 70 কিলোওয়াট এর ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। যা 90 হর্সপাওয়ার এর শক্তি উৎপাদন করতে সক্ষম।

BYD Seagull: দাম

এই গাড়িটির অন রোড দাম 30 লাখ 78 হাজার 259 টাকা। তবে আপনারা চাইলে মাত্র 3 লাখ 8 হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই গাড়িটি কিনতে পারবেন। আর বাকি 27 লাখ 70 হাজার 259 টাকা লোন নিতে হবে। সেক্ষেত্রে 9.8 শতাংশ সুদের হারে আপনাকে 4 বছরের জন্য প্রতি মাসে 69 হাজার 995 টাকা করে কিস্তি জমা করতে হবে।