ভারতের বাজারে দাম কমের দিক থেকে সবচেয়ে বেশি বিক্রি হয় Hero Moto Corp-র বাইক। আর দামী বাইকের প্রসঙ্গ উঠলেই Royal Enfield-এর বাইকগুলো সবচেয়ে বেশি পছন্দ করে মানুষ। আপনিও যদি এনফিল্ডের ধাসু বাইক কেনার কথা ভাবেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুন অফার। যেই অফার কাজে লাগিয়ে মাত্র 25 হাজার টাকায় বাড়িতে আনতে পারেন এনফিল্ডের দুর্ধর্ষ বাইক (Royal Enfield Classic 350)।
দেশের বাজারে Royal Enfield Classic 350 একটি জনপ্রিয় বাইক। এটি শক্তিশালী ইঞ্জিন ও আকর্ষণীয় লুকের সাথে আসে। এই বাইকে যে সমস্ত ফিচার রয়েছে, তা এনফিল্ডের অন্য বাইকে দেখা যায় না। আপনার কাছে যদি মোটা টাকা না থাকে, তাহলে সহজ কিস্তির মাধ্যমে এই দুর্দান্ত বাইকটি কিনতে পারেন।
Royal Enfield Classic 350: ফাইনান্স প্ল্যান
Royal Enfield Classic 350 বাইকের দামের কথা বলতে গেলে, এই বাইকের বেস মডেলটি প্রায় 3 লাখ 20 হাজার টাকা দাম। যেখানে টপ মডেলের দাম 2 লাখ 60 হাজার টাকা। আর এই বাইকটি কেনার জন্য এক সাথে বেশি অর্থ খরচ করার দরকার নেই। কারণ মাত্র 25,000 টাকা ডাউন পেমেন্ট করলেই কেনা যাবে এই বাইক।
হ্যাঁ, ঠিকই শুনছেন। মাত্র 25 হাজার টাকা দিলেই এই দারুন বাইকটি আপনার নামে হয়ে যাবে। Je কোনো ফাইনান্স কোম্পানির কাছ থেকে এই বাইকের জন্য লোন পেয়ে যাবেন। যেখানে আপনাকে ডাউনপেমেন্ট হিসাবে 25,000 টাকা দিতে হবে। তারপর 3 বছরের জন্য প্রতি মাসে 6,482 টাকা কিস্তি মেটাতে হবে। যাইহোক ফাইনান্স কোম্পানি অনুযায়ী EMI-র পরিমান কম বেশি হতে পারে।
Royal Enfield Classic 350: ফিচার ও স্পেসিফিকেশন
এনফিল্ডের এই বাইকটিতে দুর্ধর্ষ সব ফিচার দেওয়া হয়েছে। সামনের দিকে একটি গোল আকৃতির হেডলাইট দেওয়া হয়েছে, যা বাইকটিকে আকর্ষণীয় লুক প্রদান করে। এছাড়া এতে স্পিডোমিটার, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মত ফিচার রয়েছে। এছাড়া এসএমএস অ্যালার্ট, কল অ্যালার্ট টার্ন নেভিগেশন সিস্টেমের মতো আধুনিক ফিচারও পাওয়া যাবে।
Royal Enfield Classic 350-এ রয়েছে 350 সিসি শক্তিশালী ইঞ্জিন। যা 20.2 bhp শক্তি এবং 27 nm টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকটি প্রতি লিটারে 30 থেকে 35 কিলোমিটার মাইলেজ দেবে।