Bike Loan

Bajaj Pulsar 220: পালসার কিনবেন মাত্র 36 হাজারে? সেরা অফার, দেখে নিন

Aindrila Dhani

Published on:

buy-bajaj-pulsar-220-on-olx

Bajaj Pulsar 220: ভারতের রাস্তায় বেরোলেই আপনারা প্রচুর সংখ্যায় বাইক দেখতে পেয়ে যাবেন। পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে 33 কোটির বেশি টু-হুইলার রাস্তায় চলছে। তবে বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে অনেকের পক্ষেই বাইক কেনা ও ব্যবহার করা স্বপ্নই থেকে যাচ্ছে। এই সব কারণে সেকেন্ড হ্যান্ড বাইকের চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। আপনারাও যদি সস্তায় নতুনের মত সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান, তবে আজকের প্রতিবেদনটি পড়ে দেখতে পারেন।

বাইক কেনার স্বপ্ন রয়েছে? কিন্তু বাজেট কম! তাহলে আজই কিনে ফেলুন সেকেন্ড হ্যান্ড বাইক। দুর্দান্ত পারফরমেন্সের সেকেন্ড হ্যান্ড বাইকের খোঁজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। বর্তমানে পুরনো জিনিস কেনা বেচার জন্য একাধিক ওয়েবসাইট রয়েছে। সেগুলির মধ্যে থেকেই অন্যতম হলো Olx। এই ওয়েবসাইটে আপনার সস্তায় একাধিক সেকেন্ড হ্যান্ড বাইকের অপশন পেয়ে যাবেন। এই প্রতিবেদনে Bajaj Auto-র Bajaj Pulsar 220-র সম্পর্কে কথা বলব। এটি মাত্র 36 হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা। জেনে নিন বিস্তারিত।

   

Bajaj Pulsar 220 বাইকের ইঞ্জিন ও মাইলেজ

এই মডেলটি কেবলমাত্র স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে উপলব্ধ। এটি একটি স্পোর্টস বাইক। এতে 220cc-র এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 20.4 Ps শক্তি ও 18.55 Nm টর্ক উৎপাদন করে। এই বাইক প্রতি লিটারে 38 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। এছাড়া প্রতি ঘন্টায় সর্বোচ্চ 135 কিলোমিটার বেগে ছুটতে পারে Bajaj Pulsar 220।

মাত্র 36 হাজার টাকায় কিনে ফেলুন Bajaj Pulsar 220

নতুন Bajaj Pulsar 220-র এক্স শোরুম দাম 1.37 লাখ টাকা। কিন্তু আপনাদের যদি এত টাকা বাজেট না হয় Olx-এর মাধ্যমে সস্তায় কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের মাত্র 36 হাজার টাকা খরচ হবে। এটি 2011 সালের মডেল। সম্প্রতি Olx-এ বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে‌। এটি এখনও পর্যন্ত 42 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। ডকুমেন্ট পেয়ে যাবেন। আর এই মডেলটির কন্ডিশনও ভালো। তবে কেনার আগে নিজেরা একবার ভালো করে দেখে নেবেন। এই মডেলটি মহারাষ্ট্রের নাগপুরে উপলব্ধ।