অনেকেই নতুন বাইক কেনার প্ল্যান করছেন। বিভিন্ন কারণে কেনা হয়ে উঠছে না। এবার কিনেই ফেলুন আপনার পছন্দের নতুন বাইকটি। আজ আপনাদের জন্য Jawa Motorcycle-এর দারুন একটি অফার নিয়ে এসেছি। প্রায় 50 শতাংশ ছাড়ে কিনতে পারবেন এই বাইক!
Jawa 42 এবার আপনারা প্রায় 50 শতাংশ ছাড়ে কিনতে পারবেন। এটি বহু যুবকের স্বপ্নের বাইক। বর্তমানে বেশ জনপ্রিয় একটি মডেল। দাম বেশি হওয়ার কারণে অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও কিনতে পারেন না। এই অফারের সুযোগে বাইকটি কিনে ফেলুন।
Jawa 42 বাইকের ইঞ্জিন
সবার প্রথমে আমরা এই বাইকটির ইঞ্জিনের সম্পর্কে কথা বলব। আপনাদের জানিয়ে রাখি, Jawa 42 তে 294.72cc -র শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 26.95 bhp শক্তি ও 26.84 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকের সামনের ও পিছনের চাকার ডিস্ক ব্রেক দেওয়া আছে। এছাড়া এতে 13.2 লিটারের ফুয়েল ট্যাংক আর 2.8 লিটারের রিজার্ভ ফুয়েল ট্যাংক রয়েছে। প্রতি লিটারে 33 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে এটি। ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার বেগে ছোটে Jawa 42। এই বাইকে ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। এই মডেলে 76 মিলিমিটারের বোর আর 65 মিলিমিটারের স্ট্রোক রয়েছে।
Jawa 42 বাইকের ফিচার্স
এই বাইকে টেলিস্কোপিক হাইড্রোলিক ফোর্ক আর টুইন শক হাইড্রোলিক সাসপেনশন রয়েছে। আর সুরক্ষার জন্য ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম আছে। সামনে 18 ইঞ্চির আর পিছনে 17 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। এই বাইকে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ফুয়েল গেজ, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, লো ফুয়েল ইন্ডিকেটর, লো ব্যাটারি ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার ইন্ডিকেটর ইত্যাদি ফিচার রয়েছে।
Jawa 42 বাইকের ডাইমেনশন
Jawa 42 -এর কার্ব ওয়েট 182 কেজি। এই বাইকের দৈর্ঘ্য 2071 মিলিমিটার, প্রস্থ 833 মিলিমিটার আর উচ্চতা 1065 মিলিমিটার। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার আর সিটের উচ্চতা 765 মিলিমিটার।
Jawa 42 বাইকের দাম
বর্তমানে মার্কেটে Jawa 42-এর এক্স শোরুম দাম 1.98 লাখ টাকা। তবে বাজেট কম থাকলে চিন্তা করবেন না। আপনারা সেকেন্ড হ্যান্ড মডেল কিনতে পারবেন। সম্প্রতি Olx-এ এই বাইকের পুরোনো মডেল বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। এটি নেবুলা ব্লু রঙের উপলব্ধ। সেকেন্ড হ্যান্ড Jawa 42 বাইকটি 2020 সালের মডেল। টেকনিক্যাল কোনো সমস্যা নেই। এই বাইক মাত্র 17 হাজার কিলোমিটার চলেছে। এটি আপনারা 1 লাখ টাকায় কিনতে পারবেন। তবে কেনার আগে অবশ্যই নিজে যাচাই করে নেবেন।