জার্মান মোটরসাইকেল নির্মাতা BMW Motorrad গতকাল ভারতের বাজারে BMW S 1000 XR লঞ্চ করলো। এই সংস্থা মাত্র কয়েকদিন আগেই তাদের M 1000 XR নিয়ে এসেছিল। এবার বাজারে এলো BMW S 1000 XR। এই বাইকটি ভারতে সম্পূর্ণ বিল্ট-আপ ইউনিট বা CBU-র মাধ্যমে পাওয়া যাবে। আগ্রহী গ্রাহকরা গতকাল থেকেই সমস্ত BMW Motorrad ইন্ডিয়া অনুমোদিত ডিলারশিপে বাইকটি বুক করতে পারছেন। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে শীঘ্রই এই বাইকের ডেলিভারি দেওয়া শুরু হবে। আজকের প্রতিবেদন থেকে বাইকটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।
BMW S 1000 XR: ফিচার ও স্পেসিফিকেশন
S 1000 XR বাইকটি ব্ল্যাকস্টর্ম মেটালিক, গ্র্যাভিটি ব্লু মেটালিক এবং সাদা সলিড পেইন্ট মোটরস্পোর্টে পাওয়া যাবে। এই বাইকটি বাজারে এসেছে ট্যুরিং এবং ডাইনামিক প্যাকেজের সাথে সংযুক্ত হয়ে। এর স্ট্যান্ডার্ড ফিচারের মধ্যে রয়েছে রাইডার মোড প্রো, হিটেড গ্রিপস এবং অ্যাডাপটিভ টার্নিং লাইট। এছাড়া এই বাইকে ক্রুজ কন্ট্রোল, কীলেস রাইড, টিপিএমএস এবং একটি ইউএসবি চার্জার সহ হেডলাইট ও রয়েছে।
আগ্রহী ক্রেতারা ঐচ্ছিক এম প্যাকেজ সহ বাইকটিকে কাস্টমাইজ করতে পারেন। এর মধ্যে রয়েছে একটি বিশেষ রঙের স্কিম, এম স্পোর্ট সিট, এম লাইটওয়েট ব্যাটারি, এম আর্টিফিশিয়াল চাকা, এম এন্ডুরেন্স চেইন, এম জিপিএস ল্যাপট্রিগার, স্পোর্টস সাইলেন্সার এবং একটি রঙিন স্পোর্টস উইন্ডস্ক্রিন। 2024 সালে আগত মডেলটিতে আবার কয়েকটি এরগনোমিক্স আপগ্রেড করা হয়েছে। ট্যুরারে পিছনের দিকে নতুন সাইড প্যানেল এবং সামনে একটি ফেন্ডার রয়েছে। বর্তমানে এটি বডির রঙে আঁকা হয়েছে।
বাইকটি প্রতি ঘণ্টায় 250 কিলোমিটার গতি তুলবে
এতে এক ধরনের বিশেষ নতুন সিট লাগানো হয়েছে। এই সিট আগের থেকে 10 মিমি উঁচু করা হয়েছে। বাইকটি একটি ৯৯৯cc, ফ্লো অপ্টিমাইজড ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 168bhp শক্তি এবং 114Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটিতে একটি 6 স্পীড গিয়ারবক্স এবং একটি দ্বিমুখী কুইক শিফটার দ্বারা যুক্ত হয়েছে। বাইকটিতে আরোহীদের সুবিধার জন্য 4 টি রাইড মোড রয়েছে। সেগুলি হল রেইন, রোড, ডাইনামিক এবং ডায়নামিক প্রো।
BMW-র দাবি অনুসারে বাইকটি 3.25 সেকেন্ডে 0-100 kph গতি তুলতে পারবে। এর সর্বোচ্চ গতি (BMW S 1000 XR Top Speed) 250 kph-র বেশি। ব্রেকিং ডিউটি সামনের দিকে একটি 320 মিমি টুইন ডিস্ক ব্রেক সেটআপ এবং পিছনে একটি 220 মিমি সিঙ্গেল ডিস্ক সেটআপ রয়েছে। এই সকল উন্নত প্রযুক্তি গুলির কারণেই এই বাইকটি গ্রাহকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।
দামের কথা বললে, বাইকটির এক্স শোরুমের দাম (BMW S 1000 XR Price In India) রাখা হয়েছে 22.5 লক্ষ টাকা। ভারতে CBU অর্থাৎ সম্পূর্ণ বিল্ট-আপ ইউনিট এর মাধ্যমে পাওয়া যাবে এই গাড়ি।