Bike Loan

BMW S 1000 RR : খতরনাক বাইক আনছে BMW! ঝরের গতিতে দৌড়বে, চাপের মুখে Ducati!

Aindrila Dhani

Published on:

bmw-s-1000-rr-price

BMW তাদের নতুন বাইক লঞ্চ করতে চলেছে। যাঁরা প্রিমিয়াম বাইক পছন্দ করে থাকেন, তাঁদের জন্য উত্তম সুযোগ। আজকের প্রতিবেদনে আমরা কথা বলব BMW S 1000 RR এর সম্পর্কে। জেনে নিন বিস্তারিত।

BMW S 1000 RR বাইকের তিনটি ভেরিয়েন্ট রয়েছে। এটি 999cc ইঞ্জিনের বাইক। এতে আপনারা সুরক্ষার জন্য এন্টি লক বেকিং সিস্টেম পেয়ে যাবেন। Aprilia, Ducati আর Honda-র মতো বাইককে টক্কর দেবে এটি।

BMW S 1000 RR এর ডিজাইন

এই বাইকে 45 মিলিমিটারের আপসাইড ডাউন টেলিস্কোপিক ফোর্ক সাসপেনশন রয়েছে। এর সামনের চাকায় রয়েছে অ্যালুমিনিয়াম সুইং। এছাড়া এই বাইকের পিছন দিকে রয়েছে ব্রিজ টাইপ ফ্রেম।

BMW S 1000 RR ইঞ্জিন ও স্পেসিফিকেশন

BMW S 1000 RR বাইকে 999cc ওয়াটার আর অয়েল কুল্ড 4 সিলিন্ডার 4 স্ট্রোক ইন-লাইন ইঞ্জিন রয়েছে। যা 11000 rpm- 113 Nm টর্ক আর 13750 rpm-এ 206.51 bhp শক্তি উৎপাদন করতে পারে। এই বাইকের রয়েছে একটি রেডিয়াল টায়ার, একটি হ্যাজার্ড ওয়ারনিং সুইচ, একটি হ্যাজার্ড ওয়ারমিং ইন্ডিকেটর, স্লিপার ক্লাচ, চারটি পাওয়ার মোড, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, ডুয়েল চ্যানেল এন্টি লকিং ব্রেকিং সিস্টেম সহ বেশ কিছু ফিচার।

BMW S 1000 RR বাইকের ডাইমেনশন

BMW S 1000 RR বাইকের কার্ব ওয়েট 197 কিলোগ্রাম। এই বাইকের সিটের উচ্চতা 824 মিলিমিটার। ব্যক্তির দৈর্ঘ্য 2073 মিলিমিটার, প্রস্থ 826 মিলিমিটার, উচ্চতা 1205 মিলিমিটার আর হুইলবেস 1457 মিলিমিটার। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140 মিলিমিটার। এতে রয়েছে 16.5 লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি। আর সাথে রয়েছে 3.5 লিটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি।

BMW S 1000 RR বাইকের ফিচারস

এই বাইকে আপনারা বেশ কিছু ফিচার পেয়ে যাবেন। এতে রয়েছে লো ব্যাটারি ইন্ডিকেটর, অ্যাভারেজ স্পিড ইন্ডিকেটর, বিলিয়ন ফুট রেস্ট, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ইঞ্জিন কিল সুইচ, ইলেকট্রিক স্টার্ট, ডিজিটাল কনসোল, ক্লিপ অন হ্যান্ডেল, স্প্লিট সিট ইত্যাদি। এই বাইকে চারটি রাইডিং মোড রয়েছে- ডায়নামিক, রেস, রোড আর রেইন।

BMW S 1000 RR বাইকের প্রতিদ্বন্দ্বী

লঞ্চ হওয়ার পর এই বাইকের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে- BMW R 18, Aprilia Tuono V4, Ducati Diavel 1260, Honda CBR 1000 RR, Aprilia RS V4, Ducati Streetfighter V4, Ducati Xdiavel ইত্যাদি।

BMW S 1000 RR বাইকের দাম

ভারতে এই মডেলটির দাম শুরু হচ্ছে 23.29 লাখ টাকা থেকে। আর এই বাইকের সব থেকে টপ ভেরিয়েন্ট এর দাম 28.34 লাখ টাকা।