Bike Loan

BMW G310 RR: বাইক প্রেমীদের জন্য সুখবর! তাক লাগানো স্পোর্টস বাইক নিয়ে হাজির BMW

Aindrila Dhani

Published on:

bmw-g310-rr-price-in-india

BMW একটি বিখ্যাত গাড়ি নির্মাণ সংস্থা। এই কোম্পানি তার চার চাকা গাড়ির জন্য বিশেষভাবে জনপ্রিয়। তবে এই কোম্পানির বাইক কিন্তু কম যায় না। আজকের প্রতিবেদনে এই কোম্পানির একটি স্পোর্টস বাইকের সম্পর্কে কথা বলব আমরা। জেনে নিন বিস্তারিত।

BMW G310 RR একটি স্পোর্টস বাইক। এতে দুটি ভ্যারিয়েন্ট আর তিনটি রঙ উপলব্ধ আছে। এতে 312.12cc 4 ভালভ BS6 ইঞ্জিন রয়েছে। যা 33.5 bhp শক্তি ও 27.3 Nm টর্ক উৎপাদন করে। এই বাইকের সামনে ও পিছনে সুরক্ষার জন্য ডিস্ক ব্রেক রয়েছে। এই বাইকে অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম রয়েছে। BMW G310 RR এর ওজন 174 কেজি। এই বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 11 লিটার। প্রতি লিটারে 30 কিলোমিটার পথ যেতে পারে এই বাইক।

BMW G310 RR বাইকের রাইডিং রেঞ্জ 330 কিলোমিটার। প্রতি ঘন্টায় 160 কিলোমিটার পথ যেতে পারে। এই বাইকে চারটি রাইডিং মোড রয়েছে। যথা :- ট্র্যাক, আরবান, রেইন ও স্পোর্ট। এই বাইকে 6 স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। এই বাইকে সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। BMW G310 RR বাইকের বোর 80 মিলিমিটার আর স্ট্রোক 62.1 মিলিমিটার। এই মডেলের কম্প্রেশন রেশিও 10.9:1। এতে ওয়েট মাল্টিপল ক্লাচ রয়েছে। এই বাইকের রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি 1 লিটার।

BMW G310 RR বাইকের স্পেসিফিকেশন

BMW G310 RR বাইকের সামনে 41 মিলিমিটারের আপ-সাইড ডাউন ফোর্ক আর পিছনে কাস্ট অ্যালুমিনিয়াম ডুয়াল সুইং আর্ম রয়েছে। এছাড়া এতে ডুয়াল চ্যানেল ABS রয়েছে। এই স্পোর্টস বাইকের সামনে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক রয়েছে। এই বাইকের সামনে ও পিছনে 17 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। এছাড়া BMW G310 RR বাইকের সামনে 110/70 আর পিছনে 150/60 টিউবলেস টায়ার রয়েছে।

BMW G310 RR বাইকের ডাইমেনশন

BMW G310 RR বাইকের কার্ব ওয়েট 174 কেজি আর সিটের উচ্চতা 811 মিলিমিটার। এই বাইকের দৈর্ঘ্য 2001 মিলিমিটার, প্রস্থ 767 মিলিমিটার আর উচ্চতা 1135 মিলিমিটার। এতে টিউবুলার স্পেস ফ্রেম রয়েছে। এই স্পোর্টস বাইকের হুইলবেস 1365 মিলিমিটার।

BMW G310 RR বাইকের ফিচার্স

এই বাইকে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল রয়েছে। এতে আপনারা ওডোমিটার, স্পিডোমিটারের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া এতে রয়েছে ফুয়েল গেজ, স্পিড ইন্ডিকেটর, অয়েল ইন্ডিকেটর, ফুয়েল ইন্ডিকেটর আর ব্যাটারি ইন্ডিকেটরের সুবিধা। এই বাইকে LED হেডলাইট, টেইল লাইট LED টার্ন সিগন্যাল, ট্র্যাকশন কন্ট্রোল, পিলিয়ন গ্র্যাবরেল ইত্যাদি রয়েছে।

BMW G310 RR বাইকের দাম

BMW G310 RR স্পোর্টস বাইকের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 3 লাখ 1 হাজার 464 টাকা থেকে।