Bike Loan

BMW G310 GS: পাহাড়ে যাওয়ার সেরা বাইক নিয়ে হাজির BMW, ঝরের বেগে চলবে, দাম কত?

Aindrila Dhani

Published on:

bmw-g310-gs-bmw-price-in-india

BMW একটি বিখ্যাত গাড়ি নির্মাণ সংস্থা। এই কোম্পানি তার চার চাকা গাড়ির জন্য বিশেষভাবে জনপ্রিয়। তবে এই কোম্পানির বাইক কিন্তু কম যায় না। আজকের প্রতিবেদনে এই কোম্পানির একটি স্পোর্টস বাইকের সম্পর্কে কথা বলব আমরা। জেনে নিন বিস্তারিত।

BMW G310 GS স্পোর্টস বাইকে 315 cc 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 9250 rpm এ 33.52 bhp ও 7500 rpm এ 28 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে রয়েছে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। ARAI দাবি করছে BMW G310 GS প্রতি লিটারে 30 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। তবে ব্যবহারকারীদের মতে এটি প্রতি লিটারে 28 কিলোমিটার মাইলেজ দেয়। এই বাইকের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 143 কিলোমিটার। এর রাইডিং রেঞ্জ 322 কিলোমিটার। এই বাইকের বোর 80 মিলিমিটার আর স্ট্রোক 62.1 মিলিমিটার। এই বাইকের কম্প্রেশন রেশিও 10.9:1। এতে ওয়েট মাল্টিপল ক্লাস রয়েছে। এই স্পোর্টস বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11.5 লিটার। আর রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি 1 লিটার। এটি পেট্রোল চালিত বাইক।

BMW G310 GS বাইকের স্পেসিফিকেশন

এই বাইকের সামনে 41 মিলিমিটারের আপ-সাইড ডাউন ফোর্ক আর পিছনে কাস্ট অ্যালুমিনিয়াম ডুয়েল সুইং আর্ম রয়েছে। এই বাইকে ডুয়েল চ্যানেল ABS রয়েছে। এই বাইকের সামনে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়া সামনে 19 ইঞ্চির অ্যালয় হুইল আর পিছনে 17 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে। এই বাইকের সামনে 110/80 টিউবলেস টায়ার আর পিছনে 150/70 টিউবলেস টায়ার রয়েছে।

BMW G310 GS বাইকের ডাইমেনশন

BMW G310 GS বাইকের কার্ব ওয়েট 175 কেজি আর সিটের উচ্চতা 835 মিলিমিটার। এই বাইকের দৈর্ঘ্য 2075 মিলিমিটার আর প্রস্থ 880 মিলিমিটার। বাইকটির উচ্চতা 1230 মিলিমিটার। এই মডেলের হুইলবেস 1420 মিলিমিটার। এই বাইকে 3 বছরের ওয়ারেন্টি রয়েছে।

BMW G310 GS বাইকের ফিচার্স

BMW G310 GS বাইকে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল রয়েছে। এছাড়া রয়েছে ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল টেকোমিটার আর ডিজিটাল ট্রিপ মিটার। এই বাইকে রয়েছে ফুয়েল গেজ, স্পিড ইন্ডিকেটর, স্ট্যার্ন্ড এলার্ম, ফুয়েল ইন্ডিকেটর, ব্যাটারি ইন্ডিকেটর, অয়েল ইন্ডিকেটর, ক্লক ইত্যাদি। এতে ইলেকট্রিক স্টার্ট এর অপশন রয়েছে।

BMW G310 GS বাইকের দাম

এই বাইকটির এক্স শোরুম দাম 3 লাখ 29 হাজার 991 টাকা।