Search the right Car & Bike

BMW 5 Series LWB: দীর্ঘ প্রতীক্ষার অবসান, বাজারের সেরা লুক! পাশ দিয়ে গেল চেয়ে থাকবে সবাই

bmw-5-series-lwb-laucnhed

BMW 5 Series LWB: আজ আমরা দিগ্গজ ফোর হুইলার ম্যানুফ্যাকচারিং BMW-র আকর্ষণীয় একটি মডেল সম্পর্কে জানাব। যা বাজারে লঞ্চ করা হয়েছে ধনী ব্যক্তির পকেট ঢিলা করার জন্য। এই একটি গাড়ি যুবকদের হুঁশ উড়িয়ে দিতে সক্ষম।

আপনি এই গাড়িতে লাক্সারি ফিচার্স পেয়ে যাবেন। ইতিমধ্যে এটি লঞ্চ করা হয়েছে। আমরা কথা বলছি BMW 5 Series LWB-র সম্পর্কে। এই ফোর হুইলারে 12.3 ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে রয়েছে। এই গাড়ি 20‌ কিলোমিটারের বেশি মাইলেজ দিতে পারে।

BMW 5 Series LWB: ইঞ্জিন

এই ফোর হুইলারে ব্যবহৃত ইঞ্জিন সম্পর্কে কথা বলতে গেলে, এতে দুটি ইঞ্জিনের বিকল্প পেয়ে যাবেন। এই গাড়িতে টার্বো পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের সুবিধা রয়েছে। যা মাইল্ড হাইব্রিড সিস্টেম এবং 8 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন দ্বারা সজ্জিত।

এই গাড়িতে 2 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন ও 2 লিটারের ডিজেল ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। মাইলেজের কথা বলতে গেলে,‌ আপনি প্রতি লিটারে 14.81 কিলোমিটার থেকে 20.35 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন।

BMW 5 Series LWB: ফিচার্স

এই ফোর হুইলার গাড়ির ভিতরে অনেক আধুনিক ফিচার্স দেখতে পাবেন। যার মধ্যে ওয়্যারলেস ফোন চার্জিং, হ্যান্ডেলে ম্যাট্রিক্স এলইডি, 18টি স্পীকার হল অন্যতম। এছাড়া এতে 6টি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।‌ এতে সুরক্ষার জন্য ADAS-এর মতো ফিচার্সের সুবিধাও দিয়েছে কোম্পানি। এই গাড়িতে 14.9 ইঞ্চির টাচ স্ক্রিন এবং 12.3 ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে রয়েছে ৷ এর সামনে দুটি রঙিন ডিসপ্লে রয়েছে।

BMW 5 Series LWB: লঞ্চ

বিএমডব্লিউ কোম্পানির এই গাড়িটি 24 শে জুলাই পেশ হতে চলেছে। এর দাম এখনও প্রকাশ করেনি কোম্পানি। তবে আপনি এটি আগের প্রজন্মের মডেলের তুলনায় কিছুটা বেশি দামে পেতে পারেন। গাড়িটি লঞ্চ হওয়ার পর আজ এর দাম সম্পর্কেও জানতে পারবেন।