Bike Loan

Birla JF: নামি দামি বাইককে চ্যালেঞ্জ! লুক দেখে কাঁপছে KTM, দেখে নিন দাম

Aindrila Dhani

Published on:

birla-jf-price

ভারতীয় ইলেকট্রিক অটোমোবাইল সেক্টরে হঠাৎ করেই খুব গ্রোথ দেখা দিয়েছে। সম্প্রতি এই সেক্টরে একের পর এক নতুন স্টার্টআপ কোম্পানি চালু হওয়া শুরু হয়েছে। ফলে ভারতীয় বাজারে আপনারা বিভিন্ন দামের মধ্যে ইলেকট্রিক টু-হুইলার দেখতে পেয়ে যাবেন। সম্প্রতি ভারতে একটি নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ হয়েছে। আর লঞ্চ হওয়ার সাথে সাথেই চর্চায় উঠে এসেছে এটি। জেনে নিন বিস্তারিত।

Birla JF একটি ইলেকট্রিক বাইক। এটি 3 মাস আগেই ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। এই মডেলটির লুক স্পোর্টস বাইকের মত রাখা হয়েছে। এটি যুবকদের জন্যই ডিজাইন করা হয়েছে।

Birla JF: ব্যাটারি ও রেঞ্জ

এই ইলেকট্রিক বাইকে 1.56 kWh-র লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। এটি একবার সম্পূর্ণ চার্জ দিলে 123 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এই মডেলটি স্পোর্টস বাইকের মতো ডিজাইন করা হয়েছে। ফলে লুকটি বেশ আকর্ষণীয় লাগতে পারে আপনাদের।‌

Birla JF বাইকের ফিচারস

এটি যুব সম্প্রদায়ের জন্য ডিজাইন করা হয়েছে। এই ইলেকট্রিক বাইকে আপনারা আধুনিক ফিচার্স পেয়ে যাবেন। এই বাইকটির সামনে ও পিছনে ডুয়াল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এতে অ্যালয় হুইল রয়েছে। এছাড়া Birla JF -এ হাইড্রলিক টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে। এই ইলেকট্রিক বাইকে কম্বি ব্রেকিং সিস্টেম, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল, সেন্ট্রাল লকিং সিস্টেম, স্প্লিট সিট ইত্যাদি ফিচার রয়েছে। এছাড়া এতে LED হেডলাইট, LED টেইল লাইট, LED টার্ন সিগন্যাল ল্যাম্প ও প্রজেক্টর হেডলাইট রয়েছে।

Birla JF বাইকের দাম

ভারতীয় বাজারে Birla JF -এর এক্স শোরুম মূল্য 1.63 লাখ টাকা থেকে 2.31 লাখ টাকার মধ্যে। আপনারা চাইলে ফাইনান্স প্ল্যানে এটি কিনতে পারবেন।