Search the right Car & Bike

Mahindra Bolero SUV: ইন্ডিয়ান আর্মির জন্য বিরাট অফার! 2.13 লাখ কমে মিলবে মাহিন্দ্রার গাড়ি

big-offer-on-mahindra-bolero-suv-for-indian-army

আমাদের দেশের আসল রত্ন হলো সৈনিকরা। এবার মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রার তরফ থেকে দেশের সৈনিকদের জন্য একটি Bolero SUV CSD-র দ্বারা পেশ করা হয়েছে। এই SUV যদি কোন সৈনিক কেনেন, তাহলে বেশ ভালই ডিসকাউন্ট পাবেন।

মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা ভারতের একটি বিখ্যাত কোম্পানি। এই কোম্পানির একাধিক গাড়ি ভারতের রাস্তায় চলাচল করে। বিভিন্ন বাজেটের মধ্যে আপনারা মাহিন্দ্রা গাড়ি পেয়ে যাবেন। সৈনিকরা যদি Mahindra Bolero SUV ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট থেকে কেনেন তাহলে কত ডিসকাউন্ট পাবেন? কত টাকা দাম এই গাড়ির? জেনে নিন আজকের প্রতিবেদনে।

Mahindra Bolero SUV: সৈনিকদের জন্য দাম

Mahindra Bolero SUV-র B4 টার্বো ডিজেল ম্যানুয়াল পাওয়ারট্রেন মডেল সৈনিকরা CSD থেকে 8 লাখ 35 হাজার 872 টাকা। অপরদিকে B6 OPT টার্বো ডিজেল ম্যানুয়াল মডেলের CSD দাম 8 লাখ 77 হাজার 502 টাকা।

CSD আর এক্স শোরুম দামের পার্থক্য

B4 টার্বো ডিজেল ম্যানুয়াল পাওয়ার ট্রেন মডেলের এক্স শোরুম দাম 9 লাখ 97 হাজার 600 টাকা। CSD-র মাধ্যমে কিনলে 1 লাখ 61 হাজার 728 টাকা ডিসকাউন্ট দিয়ে 8 লাখ 35 হাজার 872 টাকায় কেনা যাবে। অপরদিকে B6 OPT টার্বো ডিজেল ম্যানুয়াল মডেলের এক্স শোরুম দাম 10 লাখ 90 হাজার 599 টাকা। CSD-র মাধ্যমে কিনলে 2 লাখ 13 হাজার 97 টাকা ডিসকাউন্ট দিয়ে 8 লাখ 35 হাজার 872 টাকায় কেনা যাবে।