Bike Loan

BGauss C12i: এই স্কুটারে চলে আসবে গোটা সংসার, ভরপুর মাইলেজ, হারিয়ে দেবে Hero কে!

Aindrila Dhani

Published on:

bgauss-c12i-price

BGauss C12i একটি ইলেকট্রিক স্কুটার। এটি তিনটি ভেরিয়েন্টে উপলব্ধ। যাঁরা নতুন ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন, তাঁরা এই মডেলটি নিয়ে একবার ভেবে দেখতে পারেন। সুরক্ষার সম্পূর্ণ খেয়াল রাখা হয়েছে এই মডেলে। এই স্কুটারের সামনে ও পিছনে ড্রাম ব্রেক রয়েছে। আর রয়েছে কম্বি ব্রেক সিস্টেম। এই মডেলটি আপনারা পাঁচটি আলাদা রঙে কিনতে পারবেন। জেনে নিন বিস্তারিত।

   

BGauss C12i ইলেকট্রিক স্কুটারে একটি হাব মোটর রয়েছে আর 15 ডিগ্রীর গ্রেডেবিলিটি রয়েছে। এছাড়া এতে স্মার্টফোন কানেক্টিভিটি আর জিও ফেন্সিং-এর মত সুবিধা আপনারা পেয়ে যাবেন। এই মডেলের প্রতিদ্বন্দ্বী- Hero Electron Photon LP আর Ampere Magnux EX।

BGauss C12i ইলেকট্রিক স্কুটারের স্পেসিফিকেশন ও ব্যাটারি

এতে 1.5 kW ও 2.5 kW সহ রয়েছে হাব মোটর। মাত্র 8.5 সেকেন্ডে এটি 0 থেকে 40 কিলোমিটার/ ঘন্টা গতি তুলতে পারে। এই ইলেকট্রিক স্কুটারের প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ 50 কিলোমিটার। এতে রয়েছে 3.2 kWh ক্যাপাসিটি সহ ব্যাটারি প্যাক। এই ব্যাটারি 0 থেকে 100 শতাংশ চার্জ হতে সময় নেয় 6 ঘন্টা থেকে 7 ঘন্টা। কোম্পানি দাবি করছে, এই মডেলটির রেঞ্জ 143 কিলোমিটার।

BGauss C12i Max-এ 12 ইঞ্চি ও 10 ইঞ্চি স্টিল হুইল রয়েছে। এই ইলেকট্রিক স্কুটারের সামনে ও পিছনে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক দেওয়া আছে। এছাড়া সামনের দিকে টেলিস্কোপিক ফোর্ক আর পিছনের দিকে টুইন শক রয়েছে। এই ইলেকট্রিক স্কুটারের কার্ব ওয়েট 107 কিলোগ্রাম। এছাড়া এতে রয়েছে 18 লিটারের আন্ডার সিট স্টোরেজ। BGauss C12i ইলেকট্রিক স্কুটারটির সিটের উচ্চতা 765 মিলিমিটার।

BGauss C12i ইলেকট্রিক স্কুটারের ফিচারস

ফিচারের কথা বলতে গেলে, এতে টেইল লাইট, ডিজিটাল কনসোল, ইন্ডিকেটর ও LED হেডলাইট রয়েছে। BGauss C12i ইলেকট্রিক স্কুটারে আপনারা ওডোমিটার, স্পিডোমিটার, ব্যাটারি চার্জ স্ট্যাটাস ইত্যাদি দেখতে পারবেন। এছাড়া রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি। এতে রিয়াল টাইম ব্যাটারি চার্জ স্ট্যাটাস, পোস্ট রাইড স্ট্যাট্স, রিমোট ইমোবিলাইজেশন, জিও ফেন্সিং, নেভিগেশন সহ বেশ কিছু সুবিধা পেয়ে যাবেন।

BGauss C12i ইলেকট্রিক স্কুটার এর দাম

এতে তিনটি ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে, যথা- BGauss C12i EX, BGauss C12i Max, BGauss C12i Max 2.0 । এই তিনটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1 লাখ 4 হাজার 999 টাকা, 1 লাখ 26 হাজার 153 টাকা, 1 লাখ 26 হাজার 153 টাকা (সম্ভাব্য)। এছাড়া এটি আপনারা পাঁচটি আলাদা রঙে পেয়ে যাবেন- সাদা, নীল, হলুদ, লাল ও ধূসর।