Best Mileage Bikes: প্রতিদিন কাজের জন্য অনেকেরই বাইকের দরকার পড়ে। আজকের প্রতিবেদনে প্রাত্যহিক জীবনে ব্যবহার করা যাবে এমন দুর্দান্ত কয়েকটি বাইকের সম্বন্ধে আপনাদের বলব। এই বাইক গুলিতে আপনারা ভালো মাইলেজ পেয়ে যাবেন। আপনার বাজেট যদি 80 হাজার টাকা হয়, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।
Honda থেকে শুরু করে TVS প্রথম সারির বেশ কয়েকটি কোম্পানির মোট পাঁচটি বাইক আমাদের তালিকায় জায়গা পেয়েছে। এতে আপনারা ভালো মাইলেজ পেয়ে যাবেন। এছাড়া এই বাইকগুলি বেশ সস্তা। ফলে আপনাদের পকেটেও টান পড়বে না। জেনে নিন বিস্তারিত।
Bajaj Platina 100
এই বাইক প্রতি লিটারে 70 কিলোমিটার মতো মাইলেজ দেয়। এর এক্স শোরুম দাম 67 হাজার 808 টাকা।
TVS Sports
এই বাইক প্রতি লিটার পেট্রোলে 75 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এতে আপনারা দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। এর এক্স শোরুম দাম 59 হাজার 881 টাকা থেকে 71 হাজার 223 টাকার মধ্যে।
Hero Splendor Plus
এই বাইক প্রতি লিটারে 80 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এর এক্স শোরুম দাম 75 হাজার 141 টাকা থেকে 77 হাজার 986 টাকার মধ্যে।
Honda Livo Drum
এই বাইকটি প্রতি লিটারে 74 কিলোমিটার মাইলেজ দেয়। এর ড্রাম ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 78 হাজার 500 টাকা। অপরদিকে এই বাইকের ডিস্ক ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 82 হাজার 500 টাকা।
Honda Shine 100
Honda-র অন্যতম বেস্ট মাইলেজ বাইক হল Shine 100। এটি প্রতি লিটারে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এই বাইকের এক্স শোরুম দাম 64 হাজার 900 টাকা।