Bike Loan

Best Budget Friendly Bikes: নতুন বাইক কিনবেন? সস্তায় ভরপুর পুষ্টি বাইক! একবার দেখলে মুহূর্তেই মন ভালো হয়ে যাবে

Aindrila Dhani

Published on:

best-budget-friendly-bikes-july-2024

Best Budget Friendly Bikes: আপনি কি আকর্ষণীয় লুকের পাশাপাশি শক্তিশালী ইঞ্জিনের বাইক কিনতে চাইছেন? আর বাজেট কম! তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের প্রতিবেদনে আমরা বাজেট ফ্রেন্ডলি দামে 150cc-160cc সেগমেন্টের কয়েকটি বাইকের সম্বন্ধে কথা বলব।

1.‌ TVS Apache RTR 160 4V

   

TVS Apache RTR 160 4V মাস্কুলার একটি বাইক। এতে মোট পাঁচটি ভ্যারিয়েন্ট উপলব্ধ রয়েছে। এই বাইকে 159.7cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 19 Ps শক্তি ও 14.2 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন যুক্ত আছে। প্রতি লিটারে 45 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক। এর এক্স শোরুম দাম 1.21 লাখ টাকা।

  1. Bajaj Avenger Street 160

এই বাইকে রয়েছে 160cc এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার, 4 স্ট্রোক, SOHC, 2 ভালভ, টুইন স্পার্ক, DTS-i ইঞ্জিন রয়েছে। যা 7000 rpm-এ 13.7 Nm টর্ক ও 8500 rpm-এ 14.79 bhp শক্তি উৎপাদন করে। এই বাইক প্রতি লিটারে 45 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এর এক্স শোরুম দাম 1.12 লাখ টাকা।

3. Bajaj Pulsar NS160

Bajaj Pulsar NS160 মডেলে 160.3 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 17.2 hp শক্তি ও 14.6 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে 5 স্পিড ট্রান্সমিশন। প্রতি লিটারে 45 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক। এর এক্স শোরুম দাম 1.23 লাখ টাকা।

4. Yamaha FZS FI

এই স্পোর্টস বাইকে 149cc -র শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 12.4 Ps শক্তি ও 13.3 Nm টর্ক উৎপাদন করে। এই বাইক প্রতি লিটারে 49.31 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এর এক্স শোরুম দাম 1.22 লাখ টাকা।