Bike Loan

Best Bikes 2024: নতুন বাইক কিনবেন? দারিয়ে যান! যুবকদের রাতের ঘুম ওড়াচ্ছে এই তিন বাইক, পছন্দ হবেই

Aindrila Dhani

Published on:

best-bikes-2024

Best bikes 2024 : যুবকরা সবসময় হাই পারফর্মেন্স বাইক পছন্দ করে থাকেন। গত কয়েক বছরে শক্তিশালী ইঞ্জিন সহ কিছু স্পোর্টস বাইক বাজারে লঞ্চ হয়েছে। এই স্পোর্টস বাইক আপনারা শহর ও হাইওয়েতে সহজেই চালাতে পারবেন। এমনই তিনটি বাইকের সম্পর্কে আপনাদের বলব।

আজকের তালিকায় বাজার থেকে শুরু করে হিরো আর টিভিএস সব কোম্পানিরই best bikes-এর উল্লেখ থাকবে। আপনাদের বাজেটের মধ্যে শক্তিশালী ইঞ্জিন ও আধুনিক ফিচার্স সহ এই তিনটি বাইক পেয়ে যাবেন। জেনে নিন বিস্তারিত।

   

Hero Xtreme 160R 4V

Hero Motocorp-এর Hero Xtreme 160R 4V একটি স্টাইলিশ মোটরসাইকেল। এতে শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এছাড়া এই বাইকের ডিজাইন বেশ আকর্ষণীয়।

163cc-র অয়েল কুল্ড সিঙ্গেল সিলিন্ডার রয়েছে এই বাইকে। যা 16.9 Ps শক্তি ও 14.6 Nm টর্ক উৎপাদন করে। Hero Xtreme 160R 4V-র এক্স শোরুম দাম 1 লাখ 27 হাজার 300 টাকা থেকে শুরু হয়েছে।

Bajaj Pulsar N160

নতুন আপডেট সহ বাজারে এসেছে Bajaj Pulsar N160। এই মডেলটি যুবকদের বেশ পছন্দের। কোম্পানি এতে বেশকিছু আকর্ষণীয় ফিচার যুক্ত করেছে। আগের থেকে উন্নত হয়েছে মডেলটি। Bajaj Pulsar N160 আপনারা রাস্তায় দীর্ঘক্ষণ চালাতে পারবেন। এর আরামদায়ক রাইডিং পজিশন আপনাদের ক্লান্ত হতে দেবে না।

Bajaj Pulsar N160-তে 164.82cc-র অয়েল কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 16 hp উৎপাদন করতে পারে। এই ইঞ্জিনের সাথে যুক্ত করা হয়েছে 5 স্পিড গিয়ার বক্স। Bajaj Pulsar N160-তে USD ফোর্ক ব্যবহার করার কারণে এবড়োখেবড়ো রাস্তায় ধাক্কা খাবেন না। এই বাইকের এক্স শোরুম দাম 1.40 লাখ টাকা।

TVS Apache RTR 160 4V

এই বাইকের স্টাইল আপনাদের এক দেখাতেই পছন্দ হবে। TVS Apache RTR 160 4V-তে 160cc-র 4 ভালভ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 17.63 Ps শক্তি ও 14.73 Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স।

প্রতি ঘন্টায় সর্বোচ্চ 114 কিলোমিটার বেগে ছুটতে পারে TVS Apache RTR 160 4V। এতে ডিজিটাল স্পিডোমিটারের ব্যবহার করা হয়েছে। এছাড়া সুরক্ষার জন্য রয়েছে ABS। এর এক্স শোরুম দাম 1.24 লাখ টাকা থেকে শুরু হচ্ছে।