Bike Loan

Benelli TRK 800: লুক দেখলে চমকে যাবেন আপনিও! চাবুক গতির সঙ্গে হাই রেঞ্জ, দাম শুনে চোখ ছানাবড়া

Aindrila Dhani

Published on:

benelli-trk-800-bike-2024

Benelli TRK 800: ভারতে আসতে চলেছে Benelli-র নতুন সুপার বাইক। এই কোম্পানি সুপার বাইক ম্যানুফ্যাকচার করার জন্য গোটা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে। এইসব বাইকে দুর্দান্ত ফিচার আর শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়। এই ধরনের বাইক যুবকদের বেশ পছন্দের।

এবার বাজারে এসেছে Benelli TRK 800। এতে ব্যবহৃত ইঞ্জিনের কারণে অটোমোবাইল বাজারে রাজত্ব করবে এটি। এই গাড়িতে আপনারা প্রয়োজনীয় ফিচারের সুবিধা পেয়ে যাবেন। বাইকের লুক আরো আকর্ষণীয় করে তোলার জন্য এতে এলইডি লাইটিং-এর ব্যবস্থা করা হয়েছে। এই বাইক প্রতি লিটারে 20 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

   

Benelli TRK 800: ইঞ্জিন

সবার প্রথমে আমরা এই বাইকের অতি চর্চিত ইঞ্জিনের সম্পর্কে কথা বলে নেব। এতে 754সিসির লিকুইড কুল্ড, DOHC, 8 ভালভ, প্যারালাল টুইন ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 76 বিএইচপি শক্তি ও 67 এনএম টর্ক উৎপাদন করতে পারে। Benelli TRK 800 প্রতি লিটার 20 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

Benelli TRK 800: ফিচার্স

ফিচারের কথা বলতে গেলে, এই সুপার বাইকে ডিজিটাল ট্যাকোমিটার, প্যাসেঞ্জার ফুটরেস্ট, পাস সুইচ, এলইডি হেডল্যাম্প, এলইডি টেইল ল্যাম্প, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার, ডুয়াল চ্যানেল ABS, ডিজিটাল ট্রিপমিটার, ডিজিটাল ক্লক, ডিজিটাল অডোমিটার ইত্যাদি পেয়ে যাবেন।

Benelli TRK 800: দাম

এই বাইকের দাম শুরু হচ্ছে 8.5 লাখ টাকা (এক্স শোরুম) থেকে। এতে ব্যবহৃত দুর্দান্ত ফিচার আর ইঞ্জিনের কারণে এই বাইক পুরো মার্কেটে রাজত্ব করবে।