Benelli TRK 251: আপনি কি নতুন বাইক কিনতে চাইছেন? আজ আমরা নিয়ে এসেছি আপনার জন্য নতুন একটি মডেলের খোঁজ। বর্তমান সময়ে ইলেকট্রিক বাইকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। চাহিদা যতই বাড়ুক না কেন ইলেকট্রিক বাইক কিন্তু পেট্রোল চালিত বাইককে কখনওই টক্কর দিতে পারবে না। পেট্রোল চালিত বাইক ব্যবহার করার জন্য চার্জ সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করতে হয় না। প্রয়োজনে যখন খুশি ব্যবহার করা যায় পেট্রোল চালিত বাইক।
আপনিও যদি নতুন বাইক কেনার কথা ভেবে থাকেন, তাহলে Benelli TRK 251 সম্পর্কে জেনে রাখতে পারেন। কত দাম এই মডেলের? কী কী ফিচার্স রয়েছে এতে? কত মাইলেজ দিতে পারে এই বাইক? এই ধরনের প্রশ্নের উত্তর রয়েছে আজকের প্রতিবেদনে।
Benelli TRK 251 বাইকের ইঞ্জিন ও মাইলেজ
এই বাইকে 251cc-র ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 25.1 Ps শক্তি ও 21.1 Nm টর্ক উৎপাদন করতে পারে। এটি প্রতি লিটারে 31.81 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে।
Benelli TRK 251 বাইকের ফিচারস
এবার আমরা Benelli TRK 251 বাইকের ফিচার সম্পর্কে কথা বলব। এই বাইকে সেফ্টির জন্য ডবল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়া এতে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ফুয়েল গেজ, ডিজিটাল ট্যাকোমিটার ইত্যাদি। এছাড়া এতে রয়েছে LED হেডলাইট ও LED টেইল লাইট।
Benelli TRK 251 বাইকের দাম
এই বাইকের এক্স শোরুম দাম 2.89 লাখ টাকা। আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানেও Benelli TRK 251 কিনতে পারবেন।