Bike Loan

Benelli 302S: এবার ঘুম উড়বে সবার! ঝাক্কাস বাইক আনছে বেনেলি, দাম কত

TNT 300 কে টক্কর দিতে চলে এসেছে Benelli 302S। এই বাইকে TNT 300 এর বেশকিছু ফিচার্স যুক্ত করা হয়েছে। এতে স্টিল ট্রেস্টল ফ্রেম রয়েছে। এছাড়া সুরক্ষার জন্য দুদিকেই রয়েছে ডিস্ক ব্রেক। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 16 লিটার। যাঁরা 300cc সেগমেন্টে নতুন বাইক কিনতে চাইছেন, তাঁদের জন্য রয়েছে দারুণ খবর। তাঁরা সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন Benelli 302S। এই মডেলটি হার মানিয়ে দেবে BMW -কেও। জেনে নিন বিস্তারিত।

Benelli 302S বাইকের ইঞ্জিন

এই বাইকে 300cc প্যারালাল টুইন মোটর রয়েছে। যা 37 bhp ও 26 Nm টর্ক উৎপাদন করতে পারে। এর সাথে রয়েছে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। তবে এই মডেলে স্লিপার ক্লাচ থাকবে কিনা জানা যায়নি। এই বাইকের সামনে 260 মিলিমিটারের পেটাল টুইন ডিস্ক আর পিছনে 240 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক রয়েছে। এছাড়া Benelli 302S বাইকে ডুয়াল চ্যানেল ABS রয়েছে। বাইকটির সামনের দিকে ইনভার্টেড ফোর্ক আর পিছনের দিকে প্রি-লোড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে। এতে 16 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে।

Benelli 302S মডেলটির সম্ভাব্য দাম

Benelli 302S বাইকটি 2024 এর ডিসেম্বরে ভারতে লঞ্চ হতে পারে। এই মডেলটির সম্ভাব্য দাম 3 লাখ 50 হাজার টাকা থেকে 3 লাখ 80 হাজার টাকা পর্যন্ত। এই বাইকের প্রতিদ্বন্দ্বী BMW G310 RR, Kawasaki Ninja 300, Kawasaki Z250, KTM 390 Duke আর Ultraviolette F77।