Bike Loan

Bajaj Qute RE60: এবার পূরণ হবে গরিবের স্বপ্ন! মাত্র 8 হাজারে বাড়ি আনুন বাজাজের নতুন গাড়ি

Aindrila Dhani

Published on:

bajaj-qute-re60-electric-car-price

Bajaj Qute RE60: এখন ইলেকট্রিক গাড়ির চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তা সত্বেও পেট্রোল চালিত গাড়িকে টক্কর দিতে পারবে না। পেট্রোল চালিত গাড়ি ব্যবহার করতে চার্জের জন্য অপেক্ষা করতে হয় না। আপনি যদি Bajaj-এর কোনো গাড়ি কেনার প্ল্যান করে থাকেন, তবে আজকের প্রতিবেদনে উল্লেখিত মডেলটি সম্পর্কে বিবেচনা করে দেখতে পারেন।

Bajaj Qute RE60 মডেলে বেশকিছু আধুনিক ফিচার্স রয়েছে। এছাড়া দুর্দান্ত মাইলেজ দিয়ে থাকে এটি। এটি আপনারা ফাইন্যান্স প্ল্যানেও কিনতে পারবেন। জেনে নিন বিস্তারিত।

   

Bajaj Qute RE60 ইলেকট্রিক গাড়ির মাইলেজ ও পারফরম্যান্স

এই গাড়িতে 216cc-র শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 10.83 bhp শক্তি ও 16.1 Nm টর্ক উৎপাদন করে। Bajaj Qute RE60 প্রতি লিটারে 35 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।

Bajaj Qute RE60: ফিচার্স

এই গাড়িতে বেশকিছু আধুনিক ফিচার রয়েছে। এতে LED হেডলাইট, এয়ার কন্ডিশনার, টপ রুফ, ডোর, স্টিয়ারিং হুইল আর 2×2 সিটিং কনফিগারেশনের মতো ফিচার দেওয়া হয়েছে। এটি আপনারা CNG ভেরিয়েন্টেও পেয়ে যাবেন। এতে 20 লিটারের বুট স্পেস রয়েছে।

Bajaj Qute RE60 গাড়ির দাম

এই গাড়ির এক্স শোরুম দাম 3.61 লাখ টাকা থেকে 3.98 লাখ টাকার মধ্যে। তবে আপনারা এটি EMI -তে কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 5 বছরের জন্য প্রতি মাসে 9.8 শতাংশ হারে 7 হাজার 520 টাকা জমা করতে হবে। আপনার মোট লোন অ্যামাউন্ট হবে 3 লাখ 56 হাজার টাকা। এই পরিমাণ ভেরিয়েন্টের ওপর নির্ভর করবে।