Bike Loan

ফের চমক Bajaj-র! জোরদার এন্ট্রি নিতে চলেছে Bajaj Pulsar RS200

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-rs200-launch-date

Bajaj Auto তাদের Pulsar রেঞ্জ আপডেট করতে চলেছে। Bajaj Pulsar NS200 আর Bajaj Pulsar N250 লঞ্চের পর এবার Bajaj Auto Pulsar RS200 বাজারে আনতে চলেছে। তবে এখনও পর্যন্ত এই মডেলের লঞ্চের তারিখ সম্পর্কে কোনো ঘোষণা করেনি কোম্পানি। তবে আগামী কয়েক মাসের মধ্যে Pulsar RS200 লঞ্চ হয়ে যাবে।

   

Bajaj Auto-র Pulsar রেঞ্জের মডেলগুলি ইতিমধ্যে নতুন আপডেট পেয়ে গেছে। কিন্তু Pulsar RS200 এখনও পর্যন্ত নতুন কোনো আপডেট পায়নি। 2024 Bajaj Pulsar RS200-এ একাধিক ফিচার আর নতুন কালার স্কিম যুক্ত হতে চলেছে। এই বাইকে হয়তো ব্লুটুথ কানেক্টিভিটি সহ ফুল ভিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল যুক্ত করা হবে। এছাড়া এই মডেলে টার্ন বাই টার্ন নেভিগেশনও যুক্ত করা হবে। 2024 Bajaj Pulsar RS200 বাইকে LED হেডল্যাম্প থাকতে পারে। তবে এই মডেলে ট্র্যাকশন কন্ট্রোল ও ABS থাকবে কিনা, সেই সম্বন্ধে এখনও জানা যায়নি।

এই মোটরসাইকেলে আপ সাইড ডাউন ফোর্ক থাকতে পারে। এই বাইকে 199.5cc-র লিকুইড কুল্ড মোটর থাকবে। যা 9,750 rpm -এ 24.1 bhp শক্তি ও 8,000 rpm -এ 18.7 Nm টর্ক উৎপাদন করবে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স থাকবে। Bajaj Pulsar -এর অন্যান্য মডেল, যেমন- Bajaj Pulsar N250, Bajaj Pulsar NS200 -এর মতো 2024 Bajaj Pulsar RS200 -এর দাম একই রকম থাকতে পারে। বাজারে 2024 Bajaj Pulsar RS200 লঞ্চ হওয়ার পর Hero Karizma XMR ও Suzuki Gixxer SF 250 -র সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে।